Rahul-Priyanka: 'নতুন শুরু', রাহুল-প্রিয়াঙ্কা, সঙ্গে কাগজের তোড়া হাতে ছোট্ট সহজ, কিসের শুরু?

Last Updated:

Rahul-Priyanka-Shohoj: রাহুলের কথায়, ''প্রিয়াঙ্কা আমাদের ছেলে সহজকে নিয়ে বেশ খুঁতখুঁতে। ও কোথায় থাকবে, কী করবে, এ সব নিয়ে খুব দুশ্চিন্তা করে।''

#কলকাতা: বাবা এবং মায়ের মাঝে বসে ছোট্ট সহজ। হাতে একটি কাগজের তোড়া। তিন জনের মুখেই হাসি। ছোট পরিবার, সুখী পরিবারের আমেজ ছবি জুড়ে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ছবিটি শেয়ার করে অভিনেতা-পরিচালক রাহুল ইংরেজি ভাষায় লিখলেন, ''নতুন শুরু''। কিসের শুরু? রবিবার দুপুরে ছবিটি ফেসবুকের পাতায় পড়তেই কথাবার্তা শুরু। প্রশ্ন জাগছে, আবার কি এক হচ্ছেন সকলের পছন্দের জুটি রাহুল-প্রিয়াঙ্কা?
প্রশ্ন করার আগেই মস্করা করে রাহুল নিউজ18 বাংলাকে বললেন, ''না, আবার বিয়ে হচ্ছে না।'' বলে নিজেই হেসে উঠলেন 'লালকুঠি'র নায়ক। আজ তাঁর প্রথম ছবি 'কলকাতা ৯৬'-এর চিত্রনাট্যটি ছেলের হাতে তুলে দিয়েছেন রাহুল। সেই উপলক্ষেই এই ছবি। ছবিটি পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার। লিখেছেন, 'কলকাতা ৯৬ - চিরদিনই তুমি যে আমার'। সেই ছবিটি শেয়ার করেই রাহুল লিখেছেন, 'নতুন শুরু'। তা-ই নিয়ে যত জল্পনা।
advertisement
advertisement
আজ প্রথম পরিচালক ছবির চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন সকল অভিনেতা-অভিনেত্রীকে। শ্যুটিং হবে কলকাতায় এবং শহরের আশেপাশে। আগামী ২৬ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত।
advertisement
রাহুল বললেন, ''সহজ চিত্রনাট্য শুনেছে। মতামত দিয়েছে। কিন্তু মজার ব্যাপার, একটি ভয় ভয়ও করছে ওর। কাল আবার মাকে গিয়ে বলেছে, ''মা, দুশ্চিন্তা হলে কি এ রকমই হয়, যে রকম এখন আমার হচ্ছে?'' তাই বেশ ভাবনাচিন্তা করছে ওর চরিত্রটা নিয়ে।''
advertisement
রাহুলের স্ত্রী (ছাদ আলাদা হলেও খাতায় কলমে এখনও তাঁরা দম্পতি) প্রিয়াঙ্কা আগেই চিত্রনাট্য শুনেছেন। তাঁর খুবই পছন্দ হয়েছে। রাহুলের কথায়, ''প্রিয়াঙ্কা আমাদের ছেলে সহজকে নিয়ে বেশ খুঁতখুঁতে। ও কোথায় থাকবে, কী করবে, এ সব নিয়ে খুব দুশ্চিন্তা করে। কিন্তু এ ক্ষেত্রে করছে না কারণ গল্পটা ওর ভাল লেগেছে। আমাদের ছেলে প্রথম বার অভিনয় করছে। শ্যুটিংয়ের প্রথম দিন তো সেটে থাকবেই প্রিয়াঙ্কা। তার পর ওর নিজের ব্যস্ততা সামলে মাঝে মধ্যে সেটে আসবে।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Priyanka: 'নতুন শুরু', রাহুল-প্রিয়াঙ্কা, সঙ্গে কাগজের তোড়া হাতে ছোট্ট সহজ, কিসের শুরু?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement