Rahul and Priyanka: ‘জুটিতে দুটিতে’! নতুন গুঞ্জন তৈরি করল হিয়া নস্টাল ছবি

Last Updated:

পুরনো আমেজ আবার ফিরে এল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পোস্টে ৷ দর্শকদের জিয়া ফের নস্টাল তাঁর এবং প্রিয়াঙ্কার ছবি দেখে ৷

কলকাতা : ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল ৷ কিন্তু সময়ের বাঁকে রাহুল প্রিয়াঙ্কার পথ আলাদা হয়ে গিয়েছে ৷ তবে এই জুটি এখনও টলিউডের দর্শকদের কাছে অন্যতম সেরা রোমান্টিক জুটি ৷ সেই পুরনো আমেজ আবার ফিরে এল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পোস্টে ৷ দর্শকদের জিয়া ফের নস্টাল তাঁর এবং প্রিয়াঙ্কার ছবি দেখে ৷
২০০৮ সালে মুক্তি পেয়েছিল রাহুল প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’৷ জুটির পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তীও তখন ছিলেন নবাগত ৷ তিনজনকেই ইন্ডাস্ট্রিতে পায়ের নীচে মজবুত জমি এনে দিতে সাহায্য করেছিল বক্সঅফিসে চূড়ান্ত সফল এই ছবি ৷ সেই ছবির একটি স্টিল ফোটোগ্রাফ ইনস্টাগ্রামে মঙ্গলবার শেয়ার করেছেল রাহুল ৷ সেখানে তিনি দরিদ্র কারিগর ‘কৃষ্ণ’ এবং প্রিয়াঙ্কা বিত্তবান বাড়ির মেয়ে পল্লবী ৷ ছবির ক্যাপশন রাহুল দিয়েছেন ‘জুটিতে দুটিতে’৷
advertisement
ব্লকবাস্টার ছবির স্মৃতি ফিরে আসায় নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তাঁদের মনের ভাব ধরা পড়েছে কমেন্ট বক্সেই ৷ তা হলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? সে প্রশ্নও করেওছেন অনেকে ৷ কিন্তু কোনও উত্তর আসেনি নিভৃতবাসে থাকা করোনা আক্রান্ত রাহুলের তরফে ৷
advertisement
প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কাকে রাহুল বিয়ে করেন ২০১০ সালে ৷ তিন বছর পরে জন্ম একমাত্র ছেলে সহজের ৷ কিন্তু তার পর ক্রমশ দূরত্ব বাড়তেই থাকে দু’জনের ৷ ছেলেকে নিয়ে রাহুলকে ছেড়ে চলে যান প্রিয়াঙ্কা ৷ বর্তমানে তাঁদের বিচ্ছেদের মামলা চলছে ৷ সহজকে প্রিয়াঙ্কা বড় করছেন সিঙ্গল মাদার হিসেবেই ৷ তবে বাবার কাছেও আসে সহজ ৷ ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলি যে তাঁর কাছে মূল্যবান, সে কথা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় রাহুলের প্রোফাইল দেখলেই ৷
advertisement
রাহুল প্রিয়াঙ্কা দু’জনেই কাজ করছেন ইন্ডাস্ট্রিতে ৷ দু’জনের জীবনেই এসেছে অন্য নাম ৷ শোনা গিয়েছে নতুন সম্পর্কের গুঞ্জন ৷ এ বার ‘প্রাক্তন’-এর কাছে ফিরে যাওয়ার গুঞ্জন তৈরি করল রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul and Priyanka: ‘জুটিতে দুটিতে’! নতুন গুঞ্জন তৈরি করল হিয়া নস্টাল ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement