Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: ‘যার জীবনে একটা ঘটনা হয়েছে...’ প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়ত রাশিদ মিথিলা

Last Updated:

Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: প্রসঙ্গত তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তাঁরা। দীর্ঘ ১১ বছর সংসারের করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ে ভাঙার দু’বছর পরে ২০১৯-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন
তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন
এক দশকেরও বেশি দাম্পত্যের পর বিচ্ছেদপর্ব পেরিয়ে তিনি নিজে দ্বিতীয়বার সংসার পেতেছেন আগেই৷ এ বার বিয়ে করলেন তাঁর প্রাক্তন স্বামী তাহসান রহমান৷ প্রাক্তন জীবনসঙ্গীর নতুন দাম্পত্য নিয়ে মুখ খুললেন ওপার বাংলার অভিনেত্রী রাফিয়ত রাশিদ মিথিলা। প্রথম সারির এক জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে সৃজিত-ঘরনি বলেন, ‘‘এটা নিয়ে আমার কিছুই বলার নেই৷ এটা নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না৷ এটা যার যার ব্যক্তিগত বিষয়৷ এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি এটা নিয়ে কথা বলব৷ যার জীবনে একটা ঘটনা হয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়৷ আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথাই বলতে চাই না৷’’
প্রসঙ্গত তাহসান-মিথিলা ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন তাঁরা। দীর্ঘ ১১ বছর সংসারের করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ে ভাঙার দু’বছর পরে ২০১৯-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। কিন্তু কন্যা আয়রার জন্য প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। ২০২৪-এ ৮ বছর পরে ফের একসঙ্গে কাজ করেন তাহসান-মিথিলা৷ ‘বাজি’ ওয়েব সিরিজ়ে একসঙ্গে দেখা যায় তাঁদের। ফের তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। কিন্তু সে সব থেকে গিয়েছে গুঞ্জন স্তরেই৷
advertisement
আরও পড়ুন : রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ
এ বার নতুন দাম্পত্যে পা রাখলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসানও৷ চলতি বছরের গোড়ায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান৷ বর্তমানে মিথিলাও বাংলাদেশেই থাকেন৷ নিজের কাজ এবং মেয়ের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই সমাজকর্মী তথা অভিনেত্রী৷ প্রাক্তন জীবনসঙ্গীর নতুন জীবন নিয়ে কোনও মন্তব্যে নারাজ তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rafiath Rashid Mithila on Tahsan Rahman Khan: ‘যার জীবনে একটা ঘটনা হয়েছে...’ প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়ত রাশিদ মিথিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement