Tahsan Rahman Khan: অবশেষে বিয়ে করলেন তাহসান! নববধূ রোজাকে নিয়ে আদুরে ছবি পোস্ট করলেন বাংলাদেশি গায়ক

Last Updated:
Tahsan Rahman Khan: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি গায়ক এবং নায়ক তাহসান রহমান খান। শনিবার বিখ্যাত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
1/5
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি গায়ক এবং নায়ক তাহসান রহমান খান। শনিবার বিখ্যাত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি গায়ক এবং নায়ক তাহসান রহমান খান। শনিবার বিখ্যাত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
advertisement
2/5
নববধূর সঙ্গে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন বাংলাদেশি তারকা। সাদা জমির উপর গোলাপি এবং গেরুয়া সুতোর কাজের শাড়িতে সেজে উঠেছেন রোজা। তাহসানের পরনে বর্ণিল পাঞ্জাবি।
নববধূর সঙ্গে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন বাংলাদেশি তারকা। সাদা জমির উপর গোলাপি এবং গেরুয়া সুতোর কাজের শাড়িতে সেজে উঠেছেন রোজা। তাহসানের পরনে বর্ণিল পাঞ্জাবি।
advertisement
3/5
বিয়ের ছবি পোস্ট করে তাঁর নিজের গান 'সেই তুমি কে'-র কয়েকটি পঙক্তি তুলে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন তাহসান। লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতেআমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?'
বিয়ের ছবি পোস্ট করে তাঁর নিজের গান 'সেই তুমি কে'-র কয়েকটি পঙক্তি তুলে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন তাহসান। লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?'
advertisement
4/5
প্রসঙ্গত, ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান এবং রাফিয়াত রাশিদ মিথিলার। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান এবং রাফিয়াত রাশিদ মিথিলার। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।
advertisement
5/5
তবে বিচ্ছেদেও পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান এবং মিথিলা। মেয়ে আয়রাই যেন সেই সুতো, যা তাঁদের দু'জনকে বেঁধে রেখেছে।
তবে বিচ্ছেদেও পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান এবং মিথিলা। মেয়ে আয়রাই যেন সেই সুতো, যা তাঁদের দু'জনকে বেঁধে রেখেছে।
advertisement
advertisement
advertisement