Saif Ali Khan: রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ

Last Updated:

Saif Ali Khan: রক্তাক্ত হামলার পর সইফকে অটোরিকশায় নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে৷ কিন্তু সইফের মতো তারকাকে কেন সাধারণ মানুষের মতো অটোতে যেতে হল হাসপাতালে? সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ
লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ
মুম্বই : বাড়িতে দুষ্কৃতী হামলায় ছুরিকাহত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন সইফ আলি খান৷ গত ১৬ জানুয়ারি রোমহর্ষক ঘটনায় রক্তাক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরে আসার পর প্রথমবার সেই ঘটনায় নীরবতা ভাঙলেন শর্মিলাপুত্র৷ ওই রাত ঘিরে উঠে আসা একাধিক জ্বলন্ত প্রশ্নের উত্তরও দিলেন৷
চলতি বছর মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে গত ১৬ জানুয়ারি কাকভোরে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন সইফ৷ মোট ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে৷ চিকিৎসকরা জানান সেগুলির মধ্যে শিরদাঁড়ার খুব কাছে ২ টি আঘাত ছিল গুরুতর৷ রক্তাক্ত হামলার পর সইফকে অটোরিকশায় নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে৷ কিন্তু সইফের মতো তারকাকে কেন সাধারণ মানুষের মতো অটোতে যেতে হল হাসপাতালে? সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
সইফ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, আরে এরকম ধনীদের বাড়িতে রাতে কোনও ড্রাইভার নেই? আমাদের বাড়িতে সারা রাত কোনও গাড়িচালক থাকেন না৷ প্রত্যেকেরই একটা ঘর আছে দিনের শেষে ফিরে যাওয়ার জন্য৷ কিছু কর্মী থাকেন বাড়িতে৷ কিন্তু ড্রাইভাররা থাকেন না৷ যদি রাতে কোথাও যাওয়ার বা অন্য কোনও প্রয়োজন থাকে, তাহলে আমরা গাড়ির চালকদের থেকে যেতে বলি৷’’
advertisement
advertisement
তাঁর আরও সংযোজন, ‘‘চাবি খুঁজে পেলে আমি নিজেই গাড়ি চালাতাম৷ কিন্তু সৌভাগ্যক্রমে সেটা করিনি৷ তবে আমার পিঠের ক্ষত নিয়ে বেশি নড়াচড়া করা উচিত হত না৷ সেদিন রাত তিনটের সময় গাড়িচালককে ফোন করতেই পারতাম৷ কিন্তু তাঁর তো ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগত, তাই না? আমাকে তো যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছতে হত৷’’
advertisement
লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ৷ ছুরির আঘাতে রক্তাক্ত হওয়ার পরও তিনি নাকি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন-এই চর্চাও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি৷ জানিয়েছেন ওই ঘটনার দু’ সপ্তাহ পর তিনি তাঁর পরবর্তী সিনেমার প্রোমোশনের জন্য একটি ইভেন্টেও অংশ নিয়েছিলেন৷
আরও পড়ুন : পেলেন না লিভ ইন পার্টনারের হাতে খুন হওয়া মেয়ের দেহের খণ্ড…অন্ত্যেষ্টি, ন্যায়বিচার না দেখেই হৃদরোগে মৃত শ্রদ্ধার বাবা
অভিনেতার কথায়, ‘‘আমার মনে হয় এই ধরনের ঘটনার পর নানারকম প্রতিক্রিয়া আসবে৷ লোকে হাসিঠাট্টা করবে৷ অবিশ্বাস করবে৷ মশকরা করবে৷ একদিকে আমার মনে হয় এই গুঞ্জন বা রটনাই আমাদের জীবনকে রঙিন করে তোলে৷ যদি সকলেই কোনও ঘটনার প্রতি সমব্যথী হয়ে ওঠেন, তাহলে সবকিছুই নীরস হয়ে উঠবে৷ এসব যে হবে, জানতাম৷ তাই প্রতিক্রিয়া বা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করিনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement