Saif Ali Khan: রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ

Last Updated:

Saif Ali Khan: রক্তাক্ত হামলার পর সইফকে অটোরিকশায় নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে৷ কিন্তু সইফের মতো তারকাকে কেন সাধারণ মানুষের মতো অটোতে যেতে হল হাসপাতালে? সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ
লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ
মুম্বই : বাড়িতে দুষ্কৃতী হামলায় ছুরিকাহত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন সইফ আলি খান৷ গত ১৬ জানুয়ারি রোমহর্ষক ঘটনায় রক্তাক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরে আসার পর প্রথমবার সেই ঘটনায় নীরবতা ভাঙলেন শর্মিলাপুত্র৷ ওই রাত ঘিরে উঠে আসা একাধিক জ্বলন্ত প্রশ্নের উত্তরও দিলেন৷
চলতি বছর মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে গত ১৬ জানুয়ারি কাকভোরে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন সইফ৷ মোট ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে৷ চিকিৎসকরা জানান সেগুলির মধ্যে শিরদাঁড়ার খুব কাছে ২ টি আঘাত ছিল গুরুতর৷ রক্তাক্ত হামলার পর সইফকে অটোরিকশায় নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে৷ কিন্তু সইফের মতো তারকাকে কেন সাধারণ মানুষের মতো অটোতে যেতে হল হাসপাতালে? সেই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
সইফ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, আরে এরকম ধনীদের বাড়িতে রাতে কোনও ড্রাইভার নেই? আমাদের বাড়িতে সারা রাত কোনও গাড়িচালক থাকেন না৷ প্রত্যেকেরই একটা ঘর আছে দিনের শেষে ফিরে যাওয়ার জন্য৷ কিছু কর্মী থাকেন বাড়িতে৷ কিন্তু ড্রাইভাররা থাকেন না৷ যদি রাতে কোথাও যাওয়ার বা অন্য কোনও প্রয়োজন থাকে, তাহলে আমরা গাড়ির চালকদের থেকে যেতে বলি৷’’
advertisement
advertisement
তাঁর আরও সংযোজন, ‘‘চাবি খুঁজে পেলে আমি নিজেই গাড়ি চালাতাম৷ কিন্তু সৌভাগ্যক্রমে সেটা করিনি৷ তবে আমার পিঠের ক্ষত নিয়ে বেশি নড়াচড়া করা উচিত হত না৷ সেদিন রাত তিনটের সময় গাড়িচালককে ফোন করতেই পারতাম৷ কিন্তু তাঁর তো ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগত, তাই না? আমাকে তো যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছতে হত৷’’
advertisement
লীলাবতী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন সইফ৷ ছুরির আঘাতে রক্তাক্ত হওয়ার পরও তিনি নাকি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন-এই চর্চাও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি৷ জানিয়েছেন ওই ঘটনার দু’ সপ্তাহ পর তিনি তাঁর পরবর্তী সিনেমার প্রোমোশনের জন্য একটি ইভেন্টেও অংশ নিয়েছিলেন৷
আরও পড়ুন : পেলেন না লিভ ইন পার্টনারের হাতে খুন হওয়া মেয়ের দেহের খণ্ড…অন্ত্যেষ্টি, ন্যায়বিচার না দেখেই হৃদরোগে মৃত শ্রদ্ধার বাবা
অভিনেতার কথায়, ‘‘আমার মনে হয় এই ধরনের ঘটনার পর নানারকম প্রতিক্রিয়া আসবে৷ লোকে হাসিঠাট্টা করবে৷ অবিশ্বাস করবে৷ মশকরা করবে৷ একদিকে আমার মনে হয় এই গুঞ্জন বা রটনাই আমাদের জীবনকে রঙিন করে তোলে৷ যদি সকলেই কোনও ঘটনার প্রতি সমব্যথী হয়ে ওঠেন, তাহলে সবকিছুই নীরস হয়ে উঠবে৷ এসব যে হবে, জানতাম৷ তাই প্রতিক্রিয়া বা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করিনি৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: রক্তাক্ত শরীরে কেন অটোরিকশায় হাসপাতালে যেতে হল? এত তাড়াতাড়ি সুস্থই বা হলেন কী করে? হামলার সেই রাত ঘিরে একাধিক রহস্য ফাঁস করলেন সইফ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement