জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, মঞ্চ মাতালেন মমতা শঙ্কর সহ বিশিষ্ট জনেরা

Last Updated:

সম্প্রতি জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী উদযাপন। রবীন্দ্রনাথের গানে মঞ্চ মাতালেন  কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষ, মমতা শঙ্কর ।

কলকাতা : রবীন্দ্রনাথের গানে মঞ্চ মাতালেন  কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষ, মমতা শঙ্কর উপলক্ষ্য ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কবি প্রনাম অনুষ্ঠান। সম্প্রতি জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী উদযাপন।
রাজ্যের নানা প্রান্তের বহ বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠানের শিল্পীরা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেদের সম্মানিত করার সাথে, সাথেই আসে এক অনন্য সাধারণ মুহূর্ত। মঞ্চে গাওয়া হল রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে গহন কুসুম কুন্জ মাঝে গানটি। সেই গানের সাথে নৃত্য পরিবেশন করলেন তিন দিকপাল শিল্পী কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষ এবং মমতা শঙ্কর। এ এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।
advertisement
advertisement
এছাড়া সেদিন নৃত্য পরিবেশন করেন ইছাপুর পরম্পরা নৃত্যাঙ্গণ কেন্দ্র (  যুগ প্রভাতের রবি ),নৃত্যম, সল্টলেক (উদ্বোধন কবিতা ও নব আনন্দে জাগো),আনন্দধারা নৃত্য মন্দির (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে), সমৃদ্ধি (আলোয় আলোকময়), মমতাশঙ্কর  ডান্স কোম্পানী (আগুনের পরশমনি),ক্যালকাটা ডান্স থিয়েটার (মহাবিশ্বে মহাকাশে), শিঞ্জিনী ওডিসি ডান্স অ্যাকাডেমি (বহে নিরন্তর অনন্ত), নাদ – ব্রহ্ম (‘একগাঁয়ে ‘ কবিতার সঙ্গে ‘ আয় তবে সহচরী,  মাটি তোদের ডাক দিয়েছে,বাদল বাউল গানের কিছু অংশ), নৃত্যাঙ্কুর ( নববর্ষা ),মার্গম ( মেঘ বলেছে যাবো যাবো),প্রয়াস ডান্স একাডেমী, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ (গহন ঘন ছাইল) উল্লেখযোগ্য।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, মঞ্চ মাতালেন মমতা শঙ্কর সহ বিশিষ্ট জনেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement