জন্মদিনের দু'দিন পরই প্রয়াত নিশা, আর্থিক অনটনে জেরবার হয়েছিলেন টেলি অভিনেত্রী

Last Updated:

ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের ১৮ বছর হয়েছে। মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে মায়ের যত্ন নিচ্ছিলেন।

#মুম্বই: প্রয়াত নিশা সিং। ৫০ বছরের জন্মদিনের দু'দিন পরেই রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন মুম্বইয়ের টেলি অভিনেত্রী। গত তিন বছর ধরেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। থেমে গেল সে লড়াই। স্ত্রীকে হারানোর পর তাঁদের পারিবারিক সমস্যা নিয়ে মুখ খুললেন নিশার স্বামী সঞ্জয় সিং ভাদলি।
গত ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে পক্ষাঘাতে আক্রান্ত হন নিশা। সেপ্টেম্বর মাসে প্রথম বার তাঁর স্বামী সঞ্জয় আর্থিক অনটনের কথা সকলকে জানান। আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান। তখন ইন্ডাস্ট্রির কয়েক জন শিল্পী রমেশ টরানি, সুরভী চান্দনা, গুল খান তাঁদের অর্থসাহায্য করেছিলেন।
advertisement
advertisement
দুটি বছর ধরে টানা তাঁর চিকিৎসা চলে। কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। চলতি বছর মে মাসে আবারও একটি অ্যাটাক হয় তাঁর। সঞ্জয় জানান, নিশার মৃত্যুর পর তাঁর পরিবার যে ভাবে অভিনেত্রীকে হারানোর যন্ত্রণায় ভুগছে, একইসঙ্গে প্রবল আর্থিক কষ্টের সঙ্গে বোঝাপড়া করছে। নিশা এবং সঞ্জয়ের দুই সন্তান। ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের ১৮ বছর হয়েছে। মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে মায়ের যত্ন নিচ্ছিলেন।
advertisement
জীবনের শেষ কয়েকটা দিন ভাল করে খেতেও পারেননি গলার সংক্রমণের কারণে। তরল খাবার খাচ্ছিলেন কেবল। কিন্তু জন্মদিনের দিন খুব আনন্দে ছিলেন। কথা বলতে না পারলেও পরিবারের সঙ্গে জন্মদিন পালন করায় খানিক যেন সুস্থ বোধ করছিলেন। সঞ্জয় তাঁর পছন্দের বেসনের লাড্ডু এনে দিলে তিনি খেয়েওছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জন্মদিনের দু'দিন পরই প্রয়াত নিশা, আর্থিক অনটনে জেরবার হয়েছিলেন টেলি অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement