অকালে অভিনেত্রীর মৃত্যু, নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

Last Updated:
সামনে ছিল লম্বা কেরিয়ার৷ কিন্তু এক লহমায় সব শেষ৷
1/5
আবারও এক অভিনেত্রীর মৃত্যুতে শোকে ছায়া৷ নিজের ফ্ল্যাটেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দীপা৷ পুলিশের প্রথমিক রিপোর্টে এমনই জানানো হয়েছে৷ শনিবার থেকে মা-বাবার ফোন রিসিভ করছিলেন না তিনি৷ তখনই সন্দেহ হয়৷ এরপরই তাঁর বন্ধু দীপার ফ্ল্যাটে পৌঁছলে নিথর দেহ দেখতে পায়৷
আবারও এক অভিনেত্রীর মৃত্যুতে শোকে ছায়া৷ নিজের ফ্ল্যাটেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দীপা৷ পুলিশের প্রথমিক রিপোর্টে এমনই জানানো হয়েছে৷ শনিবার থেকে মা-বাবার ফোন রিসিভ করছিলেন না তিনি৷ তখনই সন্দেহ হয়৷ এরপরই তাঁর বন্ধু দীপার ফ্ল্যাটে পৌঁছলে নিথর দেহ দেখতে পায়৷
advertisement
2/5
খুবই অল্প বয়সে এভাবে নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী৷ দীপা বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত অভিনেত্রীর নাম পওলিন জেসিকা৷ বয়স মাত্র ২৯৷ খুবই জনপ্রিয় ছিলেন তিনি৷ অনেক প্রতিভা ছিল৷ কেরিয়ার অনেক দূর এগোনোর সম্ভাবনা ছিল৷ কিন্তু সব কিছু শেষ করে নিজেই নিজের প্রাণ নিলেন অভিনেত্রী৷
খুবই অল্প বয়সে এভাবে নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী৷ দীপা বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত অভিনেত্রীর নাম পওলিন জেসিকা৷ বয়স মাত্র ২৯৷ খুবই জনপ্রিয় ছিলেন তিনি৷ অনেক প্রতিভা ছিল৷ কেরিয়ার অনেক দূর এগোনোর সম্ভাবনা ছিল৷ কিন্তু সব কিছু শেষ করে নিজেই নিজের প্রাণ নিলেন অভিনেত্রী৷
advertisement
3/5
সূত্রের খবর প্রেমের সমস্যার ফলে এমন পথ বেছে নেন দীপা৷ বহুদিন ধরেই সম্পর্কে চির ধরেছিল৷ কিছুতেই তিনি মানিয়ে উঠতে পারছিলেন না৷ যদিও তাঁর আত্মহত্যার তথ্য সামনে এসেছে, তবে পুলিশ তদন্ত করছে৷ তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
সূত্রের খবর প্রেমের সমস্যার ফলে এমন পথ বেছে নেন দীপা৷ বহুদিন ধরেই সম্পর্কে চির ধরেছিল৷ কিছুতেই তিনি মানিয়ে উঠতে পারছিলেন না৷ যদিও তাঁর আত্মহত্যার তথ্য সামনে এসেছে, তবে পুলিশ তদন্ত করছে৷ তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
4/5
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েক বছরে বেশ নাম ডাক হয়েছিল দীপার৷ তাঁর সর্বশেষ ছবি বৈধা অত্যন্ত সফল৷ থুপ্পারিভলান ছবিতেও তাঁর চরিত্র ছিল অসাধারণ৷
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েক বছরে বেশ নাম ডাক হয়েছিল দীপার৷ তাঁর সর্বশেষ ছবি বৈধা অত্যন্ত সফল৷ থুপ্পারিভলান ছবিতেও তাঁর চরিত্র ছিল অসাধারণ৷
advertisement
5/5
 তাঁর দেহর পাশে পড়েছিলে একটি নোট৷ যাতে লেখা ছিল যে সম্পর্কে বারংবার আঘাতের ফলে এই পদক্ষেপ৷ নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি অভিনেত্রী৷
তাঁর দেহর পাশে পড়েছিলে একটি নোট৷ যাতে লেখা ছিল যে সম্পর্কে বারংবার আঘাতের ফলে এই পদক্ষেপ৷ নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement