বয়কটের মুখে 'লাল সিং চাড্ডা'! আমিরের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Laal Singh Chaddha: ভগবন্ত মান টুইটারে 'পারস্পরিক ভ্রাতৃত্ব' সম্পর্কে ছবিটির ইতিবাচক বার্তা সম্পর্কে কথা বলেছেন
#মুম্বই: আমির খান এবং করিনা কাপুর খানের 'লাল সিং চাড্ডা' সম্প্রতি মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় বয়কটের প্রবণতা সত্ত্বেও, মুখের ইতিবাচক কথা ছবিটিকে কিছুটা গতি পেতে সাহায্য করছে৷ রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ছবিটি দেখেছিলেন। তিনি আমির এবং তাঁর দলের জন্য প্রশংসা করেছিলেন।
'লাল সিং চাড্ডা' হল টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল রিমেক। এতে মোনা সিং এবং নাগা চৈতন্যও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: নয়া লুকে ইশান! প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে সম্মাণ জানিয়ে প্রকাশ্যে এল 'পিপা'-র টিজার
advertisement
ভগবন্ত মান টুইটারে 'পারস্পরিক ভ্রাতৃত্ব' সম্পর্কে ছবিটির ইতিবাচক বার্তা সম্পর্কে কথা বলেছেন। তিনি টুইট করেছেন, "আজ আমি "লাল সিং চাড্ডা" সিনেমাটি দেখার সুযোগ পেয়েছি... এমন একটি সিনেমা যা পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার এবং কোমল হৃদয়ে ঘৃণার বীজ জন্মাতে না দেওয়ার বার্তা দেয়... আমির খান এবং তাঁর দলের সবাইকে অভিনন্দন..." তিনি পাঞ্জাবি ভাষায় একই টুইট করেছেন।
advertisement
এদিকে অভিনেতা হৃতিক রোশনও সপ্তাহান্তে ছবিটি দেখেছেন। আমিরের অভিনয়ের প্রশংসা করেও থামতে পারেননি তিনি। তিনি লিখেছেন, "এইমাত্র লাল সিং চাড্ডা দেখেছি। আমি এই ছবিটির হৃদয় অনুভব করেছি। প্লাস এবং মাইনাস বাদ দিয়ে, এই মুভিটি দুর্দান্ত। বন্ধুরা এই সিনেমা মিস করবেন না! যান! এখনই দেখুন। এটি সুন্দর। শুধু সুন্দর " তিনি টুইট করার পরেই, নেটিজেনরা ট্রেন্ডিং শুরু করেছে #BoycottVikramVedha। ছবিতে সইফ আলি খানের সঙ্গে দেখা যাবে হৃতিককে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 3:16 PM IST