Priyanka Chopra on Surrogacy: মেয়েকে বাঁচানো যাবে কিনা জানতেন না, জন্মের পর মালতীকে দেখে চমকে যান প্রিয়াঙ্কা!
- Published by:Teesta Barman
Last Updated:
Priyanka Chopra on Surrogacy: প্রিয়াঙ্কা বলেন, ‘‘লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এউই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার!
নিউইয়র্ক: নির্ধারিত সময়ের তিন মাস আগেই জন্ম নিয়েছিল নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। তার পর ১০০ দিন পর্যন্ত একরত্তিকে হাসপাতালেই কাটাতে হয়েছিল। চিকিৎসক সন্তান জন্মের তারিখ দিয়েছিলেন এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে কিছু জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল নিয়ঙ্কার মেয়েকে। ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সেই সময়ে যে লড়াইটা করছিলেন, সে কথা জেনেও বন্ধ থাকেনি নিন্দকদের মুখ।
মা হওয়ার জন্য সারোগেসির সাহায্য নেওয়ার জন্য বিভিন্ন ভাবে কুমন্তব্যে বিদ্ধ করা হয়েছিল তাঁকে।
advertisement
advertisement
সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খোলেন প্রিয়াঙ্কা। ব্রিটিশ ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এউই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার! আর সেই সময়ে এগুলো শুনতে হচ্ছে, যখন ডাক্তাররা ওর শরীরে ধমনী খুঁজে চলেছেন! ছোট্ট হাত দু’টো ধরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক, ওকে আমি গসিপে পরিণত হতে দেব না। কারণ এটা তো কেবল আমার জীবনের বিষয় নয়, ওরও জীবন এটা।’’
advertisement
advertisement
কিন্তু কেন তিনি সারোগেসির সাহায্য নিয়েছিলেন এবং মেয়ের জন্মের পর তাঁর প্রাণসংশয় হয়েছিল কেন, সেসব নিয়েও কথা বলেন বলি তারকা।
প্রিয়াঙ্কার কথায়, “আমার অনেক রকম শারীরিক সমস্যা ছিল। সারোগেসি ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু মালতী যখন জন্মায়, আমি তখন অপারেশন রুমে। দেখলাম ভীষণ ছোট্ট ও! আমার হাতের তালুর থেকেও ছোট ওর চেহারা। প্রত্যেকটা দিন আমি বা আমার স্বামী ওকে বুকে নিয়ে দিন কাটিয়েছি। মেয়ে বাঁচতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না আমরা।’’
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 20, 2023 9:01 PM IST