Priyanka Chopra on Surrogacy: আমি নাকি গর্ভ ভাড়া নিয়েছি রেডিমেড বেবি পেতে! সারোগেসি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

Last Updated:

Priyanka Chopra on Surrogacy: তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা।

প্রিয়াঙ্কা চোপড়ার সন্তান
প্রিয়াঙ্কা চোপড়ার সন্তান
মুম্বই: বলিউড থেকে হলিউড, সর্বত্র অনায়াস বিচরণ তাঁর। সারা পৃথিবীর কাছে তিনি এখন সমাদৃত। তাঁর দক্ষতা দিয়ে। কিন্তু সেই তারকা, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মা হওয়ার পরে নানা ভাবে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন। গত বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার কন্যা মালতী মেরি চোপড়া জোনাস।
তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ১০০ দিন পর্যন্ত বাড়ি যেতে পারেনি সদ্যোজাত। ১২ সপ্তাহ আগেই মালতীর জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল নিয়ঙ্কার মেয়ে।
advertisement
advertisement
সম্প্রতি সেই সমস্ত বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটিশ এক ম্যাগাজিনে তাঁর কন্যার সঙ্গে ছবি প্রকাশ পেল, সঙ্গে সাক্ষাৎকার। আর সেখান থেকেই জানা গেল, মা হওয়ার পর থেকে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন।
advertisement
View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

advertisement
প্রিয়াঙ্কা বলেন, ‘‘লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এউই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার! আর সেই সময়ে এগুলো শুনতে হচ্ছে, যখন ডাক্তাররা ওর শরীরে ধমনী খুঁজে চলেছেন! ছোট্ট হাত দু’টো ধরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক, ওকে আমি গসিপে পরিণত হতে দেব না। কারণ এটা তো কেবল আমার জীবনের বিষয় নয়, ওরও জীবন এটা।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra on Surrogacy: আমি নাকি গর্ভ ভাড়া নিয়েছি রেডিমেড বেবি পেতে! সারোগেসি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement