Priyanka Chopra-GlobeTrotter: বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া! হলুদ শাড়িতে নায়িকার হাতে বন্দুক, দেখেই 'হাততালি' দর্শকদের

Last Updated:

বুধবার ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। হলুদ শাড়ি এবং হাতে বন্দুক পরা তাকে অসাধারণ দেখাচ্ছে। রাজামৌলির ছবির প্রথম লুক শেয়ার করেছেন৷ তারপর থেকে সকলে প্রসংশা করতে থাকেন৷

News18
News18
মুম্বই: এসএস রাজামৌলির ছবি “গ্লোব ট্রটার”-এর প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক প্রকাশিত হয়েছে। ছবিতে পিগি চপসকে মন্দাকিনীর চরিত্রে দেখা যাবে। হলুদ শাড়ি পরা, গুলিবিদ্ধ, প্রিয়াঙ্কা হাতে বন্দুক ধরে আছেন। ভক্তদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া শীঘ্রই বলিউডে ফিরবেন। এসএস রাজামৌলির ছবিতে মন্দাকিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বুধবার ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। হলুদ শাড়ি এবং হাতে বন্দুক পরা তাকে অসাধারণ দেখাচ্ছে। রাজামৌলির ছবির প্রথম লুক শেয়ার করেছেন৷ তারপর থেকে সকলে প্রসংশা করতে থাকেন৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও তাঁর পোস্টে মন্তব্য করেছেন। তিনি মন্তব্য বিভাগে লিখেছেন, “অবিশ্বাস্য!” আর. মাধবন লিখেছেন, “বাহ, বাহ, বাহ, অ্যান্ডি, অসাধারণ… কী চেহারা আর কী প্রভাব। তুমি প্রতিদিন আরও অবিশ্বাস্য হয়ে উঠছো।” আসিস কৌর লিখেছেন, “দেশি গার্ল মন্দাকিনী।” জাকির খান লিখেছেন, “কুইন।” জোয়া আখতার থেকে শুরু করে ভূমি পেডনেকার, জেমি লিভার এবং রণবীর সিং, সকলেই ভালোবাসা বর্ষণ করেছেন।
advertisement
প্রিয়াঙ্কার আগে, নির্মাতারা পৃথ্বীরাজ সুকুমারনের লুক প্রকাশ করেছিলেন। ছবিতে তাঁকে কুম্ভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তাঁর লুক থেকে বোঝা যায় যে তিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু তাঁর মন তীক্ষ্ণ। তিনি চারটি হাত বিশিষ্ট একটি চেয়ারে বসে আছেন।
advertisement
এখন, ভক্তরা মহেশ বাবুর লুকের জন্য অপেক্ষা করছেন, কারণ তিনি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra-GlobeTrotter: বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া! হলুদ শাড়িতে নায়িকার হাতে বন্দুক, দেখেই 'হাততালি' দর্শকদের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement