Mithun Chakraborty Health Update: ‘কেমন আছেন?’ মিঠুনকে ফোন মোদির! জরুরি স্বাস্থ্য বুলেটিন, শরীর কেমন ‘মহাগুরু’র?
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Mithun Chakraborty Health Update: হাসপাতাল থেকে ছাড়ার আগে কিছু মেডিক্যাল পরীক্ষানিরীক্ষা করে নেওয়া হবে। আপাতত মিঠুনকে কেবল বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা: অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সরাসরি তাঁকে ফোন করেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিঠুনের সঙ্গে ফোনে কথা বলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী।
গতকাল, শনিবার সাতসকালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা৷ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তড়িঘড়ি করে সকাল ৯.৪০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন৷ এখন কেমন আছেন তিনি?
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন মহাগুরু। বিশ্রাম নিচ্ছেন তিনি। তা ছাড়া মিঠুন সম্পূর্ণরূপে সচেতন, মাথাও কাজ করছে, এবং একটি সফট ডায়েট মেনে চলছেন। নরম ও সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে অভিনেতাকে৷
তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার আগে কিছু মেডিক্যাল পরীক্ষানিরীক্ষা করে নেওয়া হবে। আপাতত মিঠুনকে কেবল বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2024 7:42 PM IST










