সন্তানসম্ভবা রানি, ভর্তি হলেন হাসপাতালে

Last Updated:

গত সোমবার অসুস্থ বোধ করায় প্রেগনেন্ট রানি মুখোপাধ্যায়কে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। কনসিভ করার পর থেকেই মিডিয়ার নজর থেকে আড়ালেই ছিলেন আদিত্য চোপড়া ঘরণী রানি।

#মুম্বই: গত সোমবার অসুস্থ বোধ করায় প্রেগনেন্ট রানি মুখোপাধ্যায়কে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। কনসিভ করার পর থেকেই মিডিয়ার নজর থেকে আড়ালেই ছিলেন  আদিত্য চোপড়া ঘরণী রানি।
আদিত্য চোপড়া ও রানির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য সময় জানুয়ারি মাস। কিন্তু তার আগেই অসুস্থ বোধ করায় হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ভর্তি করা হয় রানিকে। মিডিয়া, ভিড় এড়ানোর জন্যই এবারে মুখা‍র্জ্জী বাড়ির দুর্গা পুজোতেও আসেননি চোপড়া সাম্রাজ্যের মালকিন। অবশেষে দিওয়ালিতে চোপড়া ম্যানসনের পার্টিতে অংশ নিতে দেখা যায় রানিকে। পার্টিতে প্রীতি জিন্টা, ঋত্বিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন সকলের সঙ্গে সেলফিও তুলেছেন প্রেগনেন্ট  রানি। ছবিটি প্রীতি জিন্টা পোষ্ট করে লেখেন, প্রেগনেন্ট মেয়েদের চেহারায় একটা গ্লো দেখা যায়। এই যেমন দেখুন রানিকে কী সুন্দর দেখাচ্ছে।
advertisement
rani-preity-story-647_111315041417
advertisement
শোনা যাচ্ছে, দিওয়ালি পার্টির পর থেকেই অসুস্হ হয়ে পড়েন রানি। প্রচুর আওয়াজ এবং ধুলোতে রানির সমস্যা শুরু হয়। দেরি না করে রানিকে হাসপাতালে ভর্তি করে চোপড়া ফ্যামিলি। ডাক্তারের মতে, প্রেগনেন্সিতে জটিলতা এড়াতে আগামী কয়েক মাসের জন্য  রানি থাকবেন বিশ্রামে।
প্রতিবেদন:- এলিনা দত্ত
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তানসম্ভবা রানি, ভর্তি হলেন হাসপাতালে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement