Mahabharat's Bheem: ৭৪ বছর বয়সে চলে গেলেন মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Actor Praveen Kumar Sobti passes away: 'মহাভারত'-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ৷
মুম্বই: মহাভারতের ‘ভীম’ (Mahabharat's Bheem) আর নেই ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা প্রবীণ কুমার সোবতি ৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ জানা গিয়েছে, শেষের দিকে অর্থ সঙ্কটেও পড়েছিলেন প্রবীণ কুমার ৷ ৭৪ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷ 'মহাভারত'-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় (Actor Praveen Kumar Sobti passes away)।
অভিনয় করার পাশাপাশি প্রবীণ একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন ৷ হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার হিসেবেই তিনি পরিচিত ছিলেন ৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদকও জিতেছিলেন পঞ্জাবের বাসিন্দা প্রবীণ কুমার সোবতি ৷
advertisement
advertisement
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রবীন অর্জুন পুরস্কার সম্মানেও ভূষিত হন ৷ পেয়েছিলেন বিএসএফ-এ যোগ দেওয়ার সুযোগও ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন ৷ মহাভারতে ভীমের চরিত্রের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতেও কাজ করেন তিনি।
advertisement
২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন প্রবীণ কুমার। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন তিনি। রাজনীতি ও অভিনয়ের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও চরম অর্থকষ্টে ভুগছিলেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷ জানিয়েছেন চিকিৎসকরা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 11:31 AM IST