লুলিয়াকে নিয়ে মাঝরাতে কোথায় গেলেন সলমন?

কিছুদিন আগে লুলিয়া নিজেই জানিয়েছিলেন সলমনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: কিছুদিন আগে লুলিয়া নিজেই জানিয়েছিলেন সলমনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ৷ এমনকী, বিয়ে নিয়ে কোনও কথাও বলতে চাননি সলমন খান নিজেও ৷ তবুও বলিউড গুঞ্জনে বরাবরই চলে আসেন লুলিয়া-সলমন !

    এই যেমন রবিবার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে পুরো ফ্যামিলিকে নিয়ে পৌঁছেছিলেন সলমন খান ৷ বেশ কিছুক্ষণ ছিলেন ইফতার পার্টিতে ৷ মেতেছিলেন আড্ডাতেও ৷ কিন্তু হঠাৎই ঘড়িতে বারোটা বাজা পরেই, সলমন পার্টি থেকে চম্পট ৷

    সলমনের পার্টি ছাড়তেই হইহই পড়ে গেল চারিদিকে ৷ সবার কৌতুহল পরিবার ছেড়ে কোথায় গেলেন সলমন ! গুঞ্জনে এল, সলমন খান আর কোথাও না, মাঝরাতে পার্টি ছেড়ে সোজা রওনা দিয়েছিলেন লুলিয়া ভান্তুরের কাছে ৷ লুলিয়াকে নিয়ে সলমন গিয়েছিলেন মুম্বইয়ের দ্য কর্নার রেস্তোরাঁয় ৷ জানা গিয়েছে এই রেস্তোরাঁয় বেশ কিছুক্ষণ ছিলেন সলমন, লুলিয়া ৷ একসঙ্গে ডিনার করেছিলেন ৷ শুধু তাই নয়, গুঞ্জনে রয়েছে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়ি চেপে চম্পট দেয় সলমন-লুলিয়া ৷ লোকে বলছে, লং ড্রাইভে নাকি মাঝে মধ্যেই দেখা যায় এই দু’জনকে ৷

    তবে এ ব্যাপারে কোনও কিছুই বলতে চাননি সলমন, লুলিয়া দু’জনেই ৷ এমনকী, পুরো ব্যাপারটি জেনেও, চেপে গিয়েছেন সলমনের ফ্যামিলি ৷

    First published:

    Tags: Bollywood, Dinner, Iftar Party, Lulia Vantur, Salman Khan