Death: মাত্র ৩৮-এ সব শেষ...! হৃদরোগ কেড়ে নিল তরতাজা প্রাণ! মেয়ের মৃ্ত্যুতে শোকে পাথর জনপ্রিয় অভিনেতা, পরিবারে হাহাকার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death: প্রখ্যাত অভিনেতা রাজেন্দ্র প্রসাদের বাড়িতে শোকের ছায়া। প্রয়াত হলেন রাজেন্দ্র প্রসাদের কন্যা গায়েত্রী৷ মৃত্যুকালে গায়েত্রীর বয়স হয়েছিল ৩৮ বছর।
পুজোর শুরুতেই বড় ধাক্কা৷ বিনোদন জগতে ফের শোকের ছায়া৷ ইন্ডাস্ট্রিতে ঘটে গেল আবারও একটি মর্মান্তিক ঘটনা । প্রখ্যাত অভিনেতা রাজেন্দ্র প্রসাদের বাড়িতে শোকের ছায়া। প্রয়াত হলেন রাজেন্দ্র প্রসাদের কন্যা গায়েত্রী৷ মৃত্যুকালে গায়েত্রীর বয়স হয়েছিল ৩৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রাজেন্দ্র প্রসাদের মেয়ে। এরপর তাকে তড়িঘড়ি হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
মেয়ের মৃত্যুতে শোকে হাহাকার পরিবারে৷ দুই সন্তানের বাবা অভিনেতা রাজেন্দ্র প্রসাদ। তাঁরএক মেয়ে ও এক ছেলে। তবে আচমকা একমাত্র মেয়ের মৃত্যুতে অভিনেতার বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গায়ত্রী বিবাহিত ছিলেন এবং তার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান ছিল। মা-কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সন্তানরা ।
advertisement
এর আগেও রাজেন্দ্র প্রসাদ তাঁর মেয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একটি ছবির অডিও রিলিজ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সবাই তাদের মেয়ের মধ্যে মাকে দেখে। তিনি আরও বলেছিলেন যে তিনি ‘তাল্লি তাল্লি না চিত্তি তাল্লি…’ গানটি খুব পছন্দ করেন এবং তিনি এই গানটি অনেকবার গায়েত্রীর কাছে গেয়েছিলেন৷ এই দুঃখজনক খবরটি প্রকাশের পরে, অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর বাড়িতে পৌঁছে শোক প্রকাশ করছেন। সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেতা জুনিয়র এনটিআর লিখেছেন, ‘রাজেন্দ্র প্রসাদের মেয়ে গায়েত্রী আমার খুব প্রিয় ছিল। তাঁর মৃত্যু সংবাদ শুনে আমার খুবই দুঃখ হচ্ছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। রাজেন্দ্র প্রসাদ এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2024 4:44 PM IST