Piyush Mishra: ক্লাস সেভেনেই আত্মীয়ার লালসার শিকার, শারীরিক সম্পর্কে ভয় এই বলি অভিনেতার!
- Published by:Teesta Barman
Last Updated:
Piyush Mishra: পীযূষের কথায়, ‘‘শারীরিক সম্পর্ক অত্যন্ত সুন্দর একটি বিষয়। প্রথমবার লিপ্ত হওয়ার অভিজ্ঞতা খুব ভাল হওয়া দরকার। নয়তো সারা জীবনের মতো ক্ষত থেকে যায়।’’
মুম্বই: গোটা বলিউড ইন্ডাস্ট্রি বা দিল্লির নাট্যগোষ্ঠীর অন্যতম উচ্চপ্রশংসিত অভিনেতা। চিরকাল বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। নিজের অভিনয় শিল্প নিয়েই ব্যস্ত পীযূষ মিশ্র। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘তমাশা’, ‘গুলাল’, ‘মকবুল’-এর অভিনেতার ব্যক্তিজীবনের অন্ধকার দিকের কথা প্রকাশ্যে এল। যা তিনি লিখেছেন আত্মজীবনী ‘তুমহারি অউকত কেয়া হ্যায় পীযূষ মিশ্র’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে ঘটনার কথা নিজের মুখেও বলেন পীযূষ।
সপ্তম শ্রেণির বালক তিনি তখন। সেই সময়ে এক মহিলা আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আজও সেই অভিজ্ঞতার প্রভাব তাঁর জীবনে। শারীরিক সম্পর্ক নিয়েই ভয় ধরে গিয়েছে পীযূষের মনে। এখনও সেই অভিজ্ঞতা পিছু ছাড়েনি তাঁর। সারা জীবনের মতো ক্ষত তৈরি হয়ে গিয়েছে।
advertisement
advertisement
পীযূষের কথায়, ‘‘শারীরিক সম্পর্ক অত্যন্ত সুন্দর একটি বিষয়। প্রথমবার লিপ্ত হওয়ার অভিজ্ঞতা খুব ভাল হওয়া দরকার। নয়তো সারা জীবনের মতো ক্ষত থেকে যায়। সবসময়ে তাড়া করে বেড়ায়। ওই যৌন হেনস্থা আমাকে এমন যন্ত্রণা দিয়েছে যে আজও বয়ে বেড়াচ্ছি। আমি অনেক কষ্টে সঙ্গীদের সাহায্যে ওই অন্ধকার থেকে বেরোতে পেরেছি।’’
advertisement
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে অনেক বছর দিল্লিতেই কাজ করেছেন। তার পর মুম্বই গিয়ে ছবিতে অভিনয়ের লড়াই শুরু করেন পীযূষ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম অভিনেতার। কেবল অভিনয় নয়, পীযূষ গীতিকার এবং গায়কও। তাঁর একটি গানের দলও রয়েছে, বল্লিমারান। বহু শহরে পারফর্ম করেছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 8:23 PM IST