Ranbir Kapoor on Daughter Raha: আমি কি মরে যাচ্ছি? ভয় পেয়েছিলাম! রাহার জন্মের আগে আতঙ্কে ছিলেন রণবীর! কী হয়েছিল
- Published by:Teesta Barman
Last Updated:
Ranbir Kapoor on Daughter Raha: আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যা রাহা। সাড়ে তিন মাস বয়স হয়েছে তার। একরত্তির ছবি প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে সকলের অপেক্ষা কবে তারকা সন্তানের মুখ দেখতে পাবেন তাঁরা।
সদ্য মুক্তি পেয়েছে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। প্রচারের জন্য বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন রণবীর কাপুর। দেখা করছেন সাংবাদিকদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। আর বারবার তাঁর দিকে প্রশ্ন ছোড়া হচ্ছে রাহাকে নিয়ে। কাপুর-ভাট পরিবারের নয়া সদস্য। সে কেমন দেখতে, হাসতে শিখেছে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসি মুখে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement