Ranbir Kapoor on Daughter Raha: আমি কি মরে যাচ্ছি? ভয় পেয়েছিলাম! রাহার জন্মের আগে আতঙ্কে ছিলেন রণবীর! কী হয়েছিল

Last Updated:
Ranbir Kapoor on Daughter Raha: আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যা রাহা। সাড়ে তিন মাস বয়স হয়েছে তার। একরত্তির ছবি প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে সকলের অপেক্ষা কবে তারকা সন্তানের মুখ দেখতে পাবেন তাঁরা।
1/6
সদ্য মুক্তি পেয়েছে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। প্রচারের জন্য বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন রণবীর কাপুর। দেখা করছেন সাংবাদিকদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। আর বারবার তাঁর দিকে প্রশ্ন ছোড়া হচ্ছে রাহাকে নিয়ে। কাপুর-ভাট পরিবারের নয়া সদস্য। সে কেমন দেখতে, হাসতে শিখেছে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসি মুখে।
সদ্য মুক্তি পেয়েছে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। প্রচারের জন্য বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন রণবীর কাপুর। দেখা করছেন সাংবাদিকদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। আর বারবার তাঁর দিকে প্রশ্ন ছোড়া হচ্ছে রাহাকে নিয়ে। কাপুর-ভাট পরিবারের নয়া সদস্য। সে কেমন দেখতে, হাসতে শিখেছে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসি মুখে।
advertisement
2/6
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যা। সাড়ে তিন মাস বয়স হয়েছে তার। একরত্তির ছবি প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে সকলের অপেক্ষা কবে তারকা সন্তানের মুখ দেখতে পাবেন তাঁরা।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যা। সাড়ে তিন মাস বয়স হয়েছে তার। একরত্তির ছবি প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে সকলের অপেক্ষা কবে তারকা সন্তানের মুখ দেখতে পাবেন তাঁরা।
advertisement
3/6
মাসখানেক পুরনো একটি সাক্ষাৎকারে রণবীর মেয়ের সম্পর্কে কথা বলেন। যেখানে তিনি জানান, আচমকা তিনি মৃত্যুভয় পেয়েছিলেন রাহার জন্মের আগে। তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘‘আমি কি মরে যাচ্ছি?’’ কেন এমন ভয় পেয়েছিলেন ঋষি-পুত্র?
মাসখানেক পুরনো একটি সাক্ষাৎকারে রণবীর মেয়ের সম্পর্কে কথা বলেন। যেখানে তিনি জানান, আচমকা তিনি মৃত্যুভয় পেয়েছিলেন রাহার জন্মের আগে। তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘‘আমি কি মরে যাচ্ছি?’’ কেন এমন ভয় পেয়েছিলেন ঋষি-পুত্র?
advertisement
4/6
সাক্ষাৎকারে কাপুর পরিবারের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করায় এই ঘটনার কথা জানান রণবীর। আলিয়া যখন অন্তঃসত্ত্বা, তখন তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আচমকা রণবীরকে উইল বানানোর প্রস্তাব দেন। তখনই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।
সাক্ষাৎকারে কাপুর পরিবারের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করায় এই ঘটনার কথা জানান রণবীর। আলিয়া যখন অন্তঃসত্ত্বা, তখন তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আচমকা রণবীরকে উইল বানানোর প্রস্তাব দেন। তখনই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।
advertisement
5/6
রণবীর বলেন, ‘‘আমি মনে করি উত্তরাধিকার এমন একটি জিনিস যা কেবল উপলব্ধি করা যায় অবসর নেওয়ার সময়ে। সে বয়স হয়নি আমার। তাই উইলের কথা মনে হয়েছিল, এই বয়সে আমি কেন উইল করব? মরে যাচ্ছি কি?’’
রণবীর বলেন, ‘‘আমি মনে করি উত্তরাধিকার এমন একটি জিনিস যা কেবল উপলব্ধি করা যায় অবসর নেওয়ার সময়ে। সে বয়স হয়নি আমার। তাই উইলের কথা মনে হয়েছিল, এই বয়সে আমি কেন উইল করব? মরে যাচ্ছি কি?’’
advertisement
6/6
উইলের কথা ভুলে তিনি কেবল আলিয়া এবং আসন্ন পিতৃত্ব নিয়েই ভাবা শুরু করলেন তিনি। নিজের সেরা সংস্করণে পৌঁছনোর চেষ্টা করলেন প্রতিটি দিন। পরিবারের উত্তরাধিকার নিয়ে ভাবার সময় আসেনি বলেই তিনি মনে করেন।
উইলের কথা ভুলে তিনি কেবল আলিয়া এবং আসন্ন পিতৃত্ব নিয়েই ভাবা শুরু করলেন তিনি। নিজের সেরা সংস্করণে পৌঁছনোর চেষ্টা করলেন প্রতিটি দিন। পরিবারের উত্তরাধিকার নিয়ে ভাবার সময় আসেনি বলেই তিনি মনে করেন।
advertisement
advertisement
advertisement