Benny Dayal injured: মঞ্চে দুর্ঘটনা! ড্রোন উড়ে মাথায় আঘাত, মাটিতে লুটিয়ে বলি গায়ক বেনি, ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
Last Updated:
Benny Dayal injured: ‘উর্বশী উর্বশী’ গান চলছে মঞ্চে। মাইক হাতে গানে মত্ত বেনি। তাঁর মাথার কাছ দিয়ে ঘুরে গেল একটি ড্রোন ক্যামেরা। তার পরেই ধুপ করে বেনির মাথায় এসে পড়ে যায় ড্রোনটি।
চেন্নাই: লাইভ কনসার্টের মঞ্চে দুর্ঘটনা! এবার শিকার সঙ্গীতশিল্পী বেনি দয়াল। উড়ন্ত ড্রোনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়েছেন বলিউড গায়ক। ‘লত লগ গেয়ি’, ‘বদতামিজ দিল’, ‘লেটস নাচো’-র গায়কের মাথায় এসে পড়ে ড্রোন। চোট লাগে আঙুলেও। ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাটি ঘটে চেন্নাইতে।
advertisement
‘উর্বশী উর্বশী’ গান চলছে মঞ্চে। মাইক হাতে গানে মত্ত বেনি। তাঁর মাথার কাছ দিয়ে ঘুরে গেল একটি ড্রোন ক্যামেরা। তার পরেই ধুপ করে বেনির মাথায় এসে পড়ে যায় ড্রোনটি। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন বলি গায়ক। চারদিক থেকে লোকজন ছুটে এসে ঘিরে ধরেন গায়ককে।
advertisement
Famous Indian singer Benny Dayal gets hit by a drone in VIT Chennai!#BreakingNews #BennyDayal #India pic.twitter.com/o4eK2faetF
— Aakash (@AakashAllen) March 2, 2023
প্রাথমিক চিকিৎসার পর দুর্ঘটনার কথা ইনস্টাগ্রামে ভিডিও করে নিজেই জানান বেনি। গায়কের কথায়, ‘‘উদ্যোক্তাদের সঙ্গে চুক্তি করে নেওয়া উচিত যাতে ড্রোন এত কাছাকাছি না আসে কোনও শিল্পীর। আমরা সঙ্গীতশিল্পী, মঞ্চে উঠে গান গাই। সলমন খান নই, বা প্রভাস নই যে এরকম স্টান্টের প্রয়োজন পড়ে।’’ তা ছাড়া তিনি সকল শিল্পীদের সতর্ক করে দেন যাতে ড্রোন থাকলে সেটি চালানোর জন্য সার্টিফিকেট প্রাপ্ত পেশাদার লোকের প্রয়োজন।
advertisement
advertisement
আঘাতের প্রসঙ্গে বেনি বলেন, ‘‘ড্রোনের পাখাগুলিতে আঘাত লাগে আমার। মাথার পিছনে লেগেছে। দু’টি আঙুলে চোট লেগেছে। তবে আমি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে যাব বলে মনে হচ্ছে।’’ বেনির এই দু’টি ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 6:37 PM IST