দশ বছরের সম্পর্কে ইতি! নতুন ভাবে জীবন শুরু করছেন পরিণীতি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
বিগত এক দশকে যশারজের সঙ্গে একাধিক ছবি করেছেন পরিণীতি। ইশাকজাদে, কিল বিল, দাওয়াতে ইশক সেগুলির মধ্যে অন্যতম।
#কলকাতা: যশরাজ ফিল্মসের হাত ধরে কেরিয়ার শুরু। প্রথমে কর্মচারী, তার পর নায়িকা। এ বার সেই প্রতিষ্ঠানের সঙ্গেই সম্পর্ক ভাঙলেন পরিণীতি চোপড়া। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
২০১১ সাল। যশরাজ ফিল্মসের লেডিস ভার্সেস রিকি বহেল ছবিতে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। এর পর বলিউডের প্রথম সারির এই প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক কাজ করেন। বলা চলে, আদিত্য চোপড়ার হাত ধরেই সাফল্যের পথে অনেকটা এগিয়েছিলেন পরিণীতি। কিন্তু হঠাৎ বিচ্ছেদ কেন?
মনোমালিন্য নয়। নেহাতই সময়ের নিয়ম মেনে এই বিচ্ছেদ। যশরাজের সঙ্গে পরিণীতির চুক্তি ফুরিয়েছে। এ বার অন্য সংস্থার সঙ্গে কাজ করবেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, "যশরাজের সঙ্গে পরিণীতির সম্পর্ক নতুন নয়। ওই জায়গাটি ওর বাড়ির মতো। কোনও মন কষাকষি হয়নি। ও নতুন কিছু করতে চাইছে। তাই অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাইছে।"
advertisement
advertisement
বিগত এক দশকে যশারজের সঙ্গে একাধিক ছবি করেছেন পরিণীতি। ইশাকজাদে, কিল বিল, দাওয়াতে ইশক সেগুলির মধ্যে অন্যতম।
advertisement
পরিণীতির কাজের প্রশংসা করেছিলেন যশ চোপড়া স্বয়ং। অতীতে এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন 'হাসি তো ফাসি'র নায়িকা। বলেছিলেন, 'উনি লেডিস ভার্সেস রিকি বহেল দেখেছিলেন। ওই ছবির অংশ হয়ে ওঠার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। ভাবতেই পারিনি যশ চোপড়ার মতো একজন মানুষ আমাকে কথাগুলি বলবেন।"
গত বছর গার্ল অন দ্য ট্রেন এবং সন্দীপ অউর পিঙ্কি ফারারের মতো দু'টি ছবিতে দেখা গিয়েছিল পরিণীতিকে। এ বছর মুক্তি পেয়েছে তাঁর কোড নেম: তিরঙ্গা। পরবর্তীতে অমিতাভ বচ্চনের সঙ্গে উঁচাই-তে দেখা যাবে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 1:02 PM IST