প্রাক্তন প্রেমিক রণবীরের স্ত্রীর মুখোমুখি হলে কী করতে চান? ক্যাটরিনার উত্তর চমকে দেবে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
প্রসঙ্গত, আলিয়ার স্বামী রণবীর কাপুরের প্রাক্তন ক্যাটরিনা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দুই তারকা।
#কলকাতা: আলিয়া ভাটের সঙ্গে দেখা হলে কী করবেন?
সম্প্রতি এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন ক্যাটরিনা কইফ। উত্তর দিতে যদিও বেশি সময় ব্য়য় করেননি ভিকি-ঘরনি। তিনি যা বললেন, তা শুনে চমকে যেতে হয় বটে!
হবু মা আলিয়ার সঙ্গে সাক্ষাৎ হলে তাঁর স্ফীতোদর ছুঁয়ে দেখতে চান ক্যাটরিনা। নিজের পেট স্পর্শ করে তা দেখিয়েও দিলেন তিনি। বললেন, "ঠিক এটাই করতে চাইব ওর সঙ্গে দেখা হলে। আলিয়ার সঙ্গে আমার জিমে দেখা হয়। ওকে দেখে সত্যিই অবাক হই। সব ধরনের ওয়ার্ক আউট করছে আলিয়া।"
advertisement
advertisement
আলিয়ার সঙ্গে ক্যাটরিনার সখ্য়ের কথা কারও অজানা নয়। সুযোগ পেলেই একে অপরকে প্রশংসায় ভরিয়ে তোলেন বলিউডের দুই অভিনেত্রী। শোনা গিয়েছিল, জোয়া আখতারের জি লে জারায় একসঙ্গে কাজ করবে তাঁরা। থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও। তবে নানা কারণে সেই ছবি নিয়ে পরিকল্পনা আপাতত স্থগিত।
advertisement
প্রসঙ্গত, আলিয়ার স্বামী রণবীর কাপুরের প্রাক্তন ক্যাটরিনা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দুই তারকা। গুঞ্জন, বিদেশিনী ক্যাটকে কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাননি নীতু কাপুর। তা-ই নাকি আলাদা হতে হয়েছিল রণবীর-ক্যাটরিনাকে। আবার নিন্দকেরা বলে, পরিবার নয়, রণবীরের জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন ক্যাট। কিন্তু বিচ্ছেদ নিয়ে দু'জনেই বরাবর মুখে কুলুপ এঁটেছিলেন।
advertisement
এর পর সময় গড়িয়েছে। ইতিউতি ঘুরে অবশেষে রণবীরের মন থিতু হয় আলিয়ায়। ক্যাটরিনার জীবনেও বসন্ত হয়ে আসেন ভিকি কৌশল। আপাতত বলিউডের সুখী দম্পতিদের তালিকায় সামিল তাঁরা।
গত এপ্রিলে চার হাত এক হয়েছিল রণবীর-আলিয়ার। বিয়ের মাস দুয়েকের মাথায় অন্ত:সত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন মহেশ-তনয়া। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 9:02 PM IST