বডি ডিসমরফিক ডিসঅর্ডারে আক্রান্ত ইলিয়ানা নিজের জীবন শেষ করে দিতে চাইতেন, কেন

Last Updated:
মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। কেবল শরীর নিয়ে হীনমন্যতার নয়, নেপথ্যে ছিল আরও অনেক কারণ। এই সমস্যা গুরুতর আকার নেয়। আত্মহত্যর প্রবণতা তৈরি হয় ইলিয়ানার মধ্যে।
1/7
দক্ষিণ থেকে পশ্চিম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য এসেছে বারবার। কিন্তু পেশাগত আনন্দই কি সব সুখ এনে দিতে পারে? রুপোলি পর্দায় ঝলমলে দুনিয়ায় যাঁদের দেখতে পাওয়া যায়, তাঁদের জীবনের সবটা অতটাও ঝলমলে নয়।
দক্ষিণ থেকে পশ্চিম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য এসেছে বারবার। কিন্তু পেশাগত আনন্দই কি সব সুখ এনে দিতে পারে? রুপোলি পর্দায় ঝলমলে দুনিয়ায় যাঁদের দেখতে পাওয়া যায়, তাঁদের জীবনের সবটা অতটাও ঝলমলে নয়।
advertisement
2/7
ইলিয়ানা ডি'ক্রুজের ৩৬তম জন্মদিনে সেই অন্ধকারের কথা তুলে ধরলেই পাওয়া যাবে প্রমাণ। কিন্তু একইসঙ্গে লড়াই করতে জানেন 'বরফি'-র নায়িকা, তাই আজ তিনি সেই অন্ধকার ঠেলে অনেক দূর চলে এসেছেন। অনেক আলোয়।
ইলিয়ানা ডি'ক্রুজের ৩৬তম জন্মদিনে সেই অন্ধকারের কথা তুলে ধরলেই পাওয়া যাবে প্রমাণ। কিন্তু একইসঙ্গে লড়াই করতে জানেন 'বরফি'-র নায়িকা, তাই আজ তিনি সেই অন্ধকার ঠেলে অনেক দূর চলে এসেছেন। অনেক আলোয়।
advertisement
3/7
নিজের শরীরের আকার আকৃতি নিয়ে হীনমন্যতায় ভুগতেন অভিনেত্রী। শুনতে হত বহু কটূক্তি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''নিজের শারীরিক আকার নিয়ে নানা রকম সমস্যা ছিল আমার। আমি যেমন, কিছুতেই সেভাবে মেনে নিতে পারতাম না। এখন আমি শিখছি, কীভাবে নিজের শরীরকে ভালবাসা যায়। আগের মতো আর ভাবি না।''
নিজের শরীরের আকার আকৃতি নিয়ে হীনমন্যতায় ভুগতেন অভিনেত্রী। শুনতে হত বহু কটূক্তি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''নিজের শারীরিক আকার নিয়ে নানা রকম সমস্যা ছিল আমার। আমি যেমন, কিছুতেই সেভাবে মেনে নিতে পারতাম না। এখন আমি শিখছি, কীভাবে নিজের শরীরকে ভালবাসা যায়। আগের মতো আর ভাবি না।''
advertisement
4/7
সেই সময়েই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। কেবল শরীর নিয়ে হীনমন্যতার নয়, নেপথ্যে ছিল আরও অনেক কারণ। এই সমস্যা গুরুতর আকার নেয়। আত্মহত্যর প্রবণতা তৈরি হয় ইলিয়ানার মধ্যে। নিজেকে শেষ করে দিতে চাইতেন তিনি!
সেই সময়েই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। কেবল শরীর নিয়ে হীনমন্যতার নয়, নেপথ্যে ছিল আরও অনেক কারণ। এই সমস্যা গুরুতর আকার নেয়। আত্মহত্যর প্রবণতা তৈরি হয় ইলিয়ানার মধ্যে। নিজেকে শেষ করে দিতে চাইতেন তিনি!
advertisement
5/7
অবসাদের পাশাপাশি তিনি বডিডিসমরফিক ডিসঅর্ডারে ভুগতে শুরু করেন। এই রোগে আক্রান্ত মানুষ দিনের বেশির ভাগ সময়ে নিজের শরীরের 'খুঁত' ধরতে থাকেন। যে বৈশিষ্ট্যগুলি সম্ভবত বাকিদের চোখেও পড়বে না।
অবসাদের পাশাপাশি তিনি বডিডিসমরফিক ডিসঅর্ডারে ভুগতে শুরু করেন। এই রোগে আক্রান্ত মানুষ দিনের বেশির ভাগ সময়ে নিজের শরীরের 'খুঁত' ধরতে থাকেন। যে বৈশিষ্ট্যগুলি সম্ভবত বাকিদের চোখেও পড়বে না।
advertisement
6/7
নিজের রোগ শনাক্ত করার পরেই চিকিৎসা শুরু করেন ইলিয়ানা। নিজের শরীরকে ভালবাসা শুরু করেন। তিনি বুঝতে পারেন, দিনের অধিকাংশ সময় তিনি জিমে শরীরচর্চা করে কাটাচ্ছেন। খাওয়া দাওয়ার দিকে তেমন মন দিচ্ছেন না।
নিজের রোগ শনাক্ত করার পরেই চিকিৎসা শুরু করেন ইলিয়ানা। নিজের শরীরকে ভালবাসা শুরু করেন। তিনি বুঝতে পারেন, দিনের অধিকাংশ সময় তিনি জিমে শরীরচর্চা করে কাটাচ্ছেন। খাওয়া দাওয়ার দিকে তেমন মন দিচ্ছেন না।
advertisement
7/7
এর পর কেবলই উত্তরণ। অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। শরীরচর্চার পাশাপাশি ডায়েটের দিকে মন দেওয়া শুরু করেন ইলিয়ানা। সাস্থ্যকর খাবার, কিন্তু তাতেই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন তিনি। শরীর, মন দুই-ই ভাল থাকে এতে।
এর পর কেবলই উত্তরণ। অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। শরীরচর্চার পাশাপাশি ডায়েটের দিকে মন দেওয়া শুরু করেন ইলিয়ানা। সাস্থ্যকর খাবার, কিন্তু তাতেই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন তিনি। শরীর, মন দুই-ই ভাল থাকে এতে।
advertisement
advertisement
advertisement