Aasif Khan: হার্ট অ্যাটাক আদৌ হয়নি 'পঞ্চায়েত' খ্যাত আসিফের! আসলে কী হয়েছিল, নিজেই ধোঁয়াশা কাটালেন অভিনেতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Aasif Khan: হাসপাতাল থেকে ছুটি পান আসিফ। এখন তিনি ভাল আছেন। সকলকে আশ্বস্ত করে অভিনেতা জানান, তাঁর আদৌ হৃদরোগ হয়নি।
কলকাতা: দিন তিনেক আগের কথা। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ খানকে। মাত্র ৩৪ বছর বয়সি অভিনেতার হার্ট অ্যাটাকের খবর প্রকাশ পেতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কেন এত অল্প বয়সে অনেক মানুষ এমন কঠিন রোগের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তরের অনুসন্ধানও শুরু হয় নতুন করে।
চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি পান আসিফ। এখন তিনি ভাল আছেন। সকলকে আশ্বস্ত করে অভিনেতা জানান, তাঁর আদৌ হৃদরোগ হয়নি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথমত, আমি স্পষ্ট করে বলতে চাই আমার হার্ট অ্যাটাক হয়নি। এটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ছিল। লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতো ছিল, তবে আমি সম্পূর্ণ সুস্থ।” পাশাপাশি এও জানান যে, চিকিৎসকরা তাঁকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে এবং কিছু খাবার খাওয়া এড়াতে বলেছেন।
advertisement
‘ফুলেরার জামাই’ বলেন, “আমাকে ডাল বাটি খাওয়া বন্ধ করতে, আমিষ খাবার কমাতে এবং আরও বেশি ব্যায়াম করতে বলা হয়েছে। আমার মনে হয় না এর ফলে আমার কাজে প্রভাব পড়বে।”
advertisement
খুব অল্প সময়েই দর্শকের পছন্দের হয়ে ওঠা আসিফ হাসপাতাল থেকে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে লিখেছিলেন, “গত কয়েক ঘন্টায় আমার কিছু স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হই। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি এখন সুস্থ হয়ে উঠছি। এবং ভাল বোধ করছি। আপনাদের ভালোবাসা, উদ্বেগ এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ আমার জন্য প্রার্থনা করবেন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 3:55 PM IST