Oscars 2023 | Naatu Naatu Song: 'নাটু-নাটু'র বিশ্বজয়, কোথায় হয়েছিল এই দুর্ধর্ষ নাচের শ্যুটিং? জায়গার নাম শুনলে স্থির থাকতে পারবেন না

Last Updated:

Oscars 2023 Naatu Naatu Song: এবার সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতল ভারতীয় গানটি। এই গানের নেপথ্য কাহিনি অনেকেরই অজানা।

নাটু নাটু গানের শ্যুটিং
নাটু নাটু গানের শ্যুটিং
কলকাতা: বিশ্বমঞ্চে জয়জয়কার 'নাটু নাটু'র। 'গোল্ডেন গ্লোব' ও 'ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড' আগেই জিতেছিল 'আরআরআর'-এর গান 'নাটু নাটু'। এবার সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতল ভারতীয় গানটি। এই গানের নেপথ্য কাহিনি অনেকেরই অজানা। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এসএস রাজামৌলির এই ছবি 'আরআরআর' ছবির বিখ্যাত এই গানের শ্যুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনে।
কিন্তু কীভাবে পেলেন সেখানেই শ্যুটিংয়ের অনুমতি? পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজকীয় ওই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছিল, এ তো ভারতের কোনও জায়গা নয়। একেবারেই ঠিক।
advertisement
advertisement
এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশের একটি বড় অংশ। তবে যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই শ্যুটিং করার অনুমতি পান এস এস রাজামৌলির টিম। ২০২১ সালে কিভের মেরেনস্কি প্যালেস মানে প্রেসিডেন্টের বাসভবনে শ্যুটিং করার অনুমতি মেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কারণেই। ইউক্রেনের প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে পেশাগত অভিনেতা ছিলেন। সেই কারণে ভারতীয় ছবির শ্যুটিংয়ের প্রস্তাব ফেরাননি জেলেনস্কি।
advertisement
আরও পড়ুন: অস্কারে আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি
'আরআরআর'-এর টিম শ্যুটিং সেরে ফেরার পরই বদলে যায় দেশটির চিত্র। শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকেই প্রেসিডেন্টের বাড়ি ও তার পাশ্বর্বতী এলাকা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করেছে এই ছবির গান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023 | Naatu Naatu Song: 'নাটু-নাটু'র বিশ্বজয়, কোথায় হয়েছিল এই দুর্ধর্ষ নাচের শ্যুটিং? জায়গার নাম শুনলে স্থির থাকতে পারবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement