Oscar 2023: অস্কারে আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি

Last Updated:

অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জিতে নিল এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’


আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি
আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি
অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জিতে নিল এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’৷ আনন্দে উচ্ছ্বসিত পরিচালক, সঙ্গীত পরিচালক, গীতিকার থেকে এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা৷ সুখবর পাওয়ার পরেই আবেগঘন হয়ে পড়েন সঙ্গীত পরিচালক এম এম কিরাবাণী এবং গীতিকার চন্দ্রবোস৷ তবে নেটিজনের মন কাড়ছে পরিচালকের উচ্ছাস৷
লস অ্যাঞ্জেলসের অস্কার বিতরণী অনুষ্ঠানে ‘আরআরআরের’ অন্য কলাকুশলী এবং স্ত্রীকে পাশে নিয়ে উপস্থিত ছিলেন পরিচালক রাজামৌলি৷ ‘নাটু নাটু’র নাম ঘোষণা হতেই শিশুর মতো আনন্দে চিৎকার করে ওঠেন তিনি৷ শুধু তাই নয় আবেগে স্ত্রী রামাকে জড়িয়েও ধরেন পরিচালক। মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছেন এম এম কিরাবাণী, নীচে তখন আনন্দের জোয়ার। স্বামী স্ত্রী, রাজামৌলি এবং রামামৌলির চোখে মুখে ঝোরে পড়ছে উচ্ছ্বাস।
advertisement
advertisement
সেরা মৌলিক গানের শিরোপা নিতে মঞ্চে উঠে নাটু নাটুর শ্রষ্ঠা কীরাবাণী ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে। তিনি বলেন ‘‘আমার শুধু একটাই ইচ্ছে.. আরআরআর প্রতিটি ভারতীয়র গর্ব হোক এবং আমি যেন বিশ্বের শীর্ষদের তালিকায় থাকতে পারি’’৷
advertisement
শুধুমাত্র প্রথম তেলেগু গান হিসেবেই নয়, পুরো ইন্ডাস্ট্রির প্রথম গান ‘নাটু নাটু’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রদর্শিত হল৷ রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব গানটি গেয়েছেন৷ অস্কারের মঞ্চে তাদের পারফরমেন্সকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন সকলে৷ আরআরআরের সাফল্যে গর্বিত গোটা দেশ
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscar 2023: অস্কারে আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement