Oscars 2023 RRR: তেলুগু ছবি RRR-কে বলিউড ছবির তকমা অস্কারে! ‘এ কী অন্যায়’! প্রতিবাদে ভক্তরা

Last Updated:

ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু। সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার কাণ্ড। নেটিজেনদের একাংশ মন্তব্য করতে শুরু করেন, ‘কী করে একটি তেলুগু ছবিকে বলিউড ছবি বলতে পারেন জিমি!’

অস্কারে আরআরআর
অস্কারে আরআরআর
লস অ্যাঞ্জেলস: একদিকে অস্কারমঞ্চে রাম বলছেন, ‘‘কেবল ‘আরআরআর’ টিমকে নয়, গোটা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছি আমরা’’, অন্যদিকে দেশের ভিতরে ভক্তরা দু'ভাগে বিভক্ত। বিবাদ বাধল দু'পক্ষের। দক্ষিণী ছবি বনাম বলিউড ছবি। আর সেই আগুনেই ঘী ঢাললেন অস্কার ২০২৩-এর সঞ্চালক জিমি কিমেল। ‘আরআরআর’কে বলিউড ছবির তকমা দেওয়ায় ক্ষুব্ধ দক্ষিণী ভক্তরা।
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়ে দিল ‘নাটু নাটু’ গানটি৷ গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম করেন এই ভাইরাল গানের সঙ্গে৷ তাঁদের অসাধারণ নাচ আদায় করে নেয় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন৷ তার পরেই দেখা যায় জিমি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ‘বলিউড মুভি’ শব্দদ্বয় ব্যবহার করেন।
advertisement
advertisement
সেই ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু। সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার কাণ্ড। নেটিজেনদের একাংশ মন্তব্য করতে শুরু করেন, ‘কী করে একটি তেলুগু ছবিকে বলিউড ছবি বলতে পারেন জিমি!’, ‘পাশ্চাত্যে এখানকার প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই নাকি!’. ‘অস্কারমঞ্চে উঠে ‘আরআরআর’-কে বলিউড ছবি বলে দিলেন!’
advertisement
ভারতের জন্য এই অস্কার গর্বের শীর্ষে। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023 RRR: তেলুগু ছবি RRR-কে বলিউড ছবির তকমা অস্কারে! ‘এ কী অন্যায়’! প্রতিবাদে ভক্তরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement