Nysa Devgn:আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন অজয় কন্যা নাইসা, তারপর যা হল...

Last Updated:

Nysa Devgn: রোস্তোরাঁয় ঢোকার আগে বড়সড় কীর্তি ঘটালেন কাজল কন্যা৷ তবে এবার যা করলেন তা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷

আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন নাইসা,তারপর যা হল...
আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন নাইসা,তারপর যা হল...
মুম্বই: বলিউডের স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তারা কোথায়, কখন যাচ্ছেন,কী করছেন সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তেমনই কাজল কন্যা নাইসা দেবগণকে নিয়ে চর্চা যেন দিন দিন বেড়েই চলেছে। তারকা সন্তানরা এমনিতেই রাজকীয় জীবনযাপন করেন। সেই লিস্টে ইতিমধ্যেই রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা। হামেশাই রাতের বেলা হোক বা দিনের বেলা পুরুষবন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত থাকেন নাইসা দেবগণ।
দিনকয়েক আগেই ২১ -শে পা দিলেন কাজল কন্যা নাইসা৷ বার্থ ডে পার্টিতে চুটিয়ে মজাও করেছেন তিনি৷ তবে এবার যা করলেন তা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ রোস্তোরাঁয় ঢোকার আগে বড়সড় কীর্তি ঘটালেন কাজল কন্যা৷ সম্প্রতি নাইসাকে তার ব্রেস্ট ফ্রেড ওরহানের সঙ্গে দেখা গিয়েছে৷ রোস্তোরাঁয় গাড়ি থামতেই লাফিয়ে গাড়ি থেকে নেমে আসেন নাইসা, আর তখনই সেখানকার নিরাপত্তারক্ষীর সঙ্গে সজোরে ধাক্কা খান তিনি৷ সিকিউরিটি গার্ড তাকে সাহায্য করতে এগিয়ে আসলেও টাল সামলাতে না পেরে তার গায়েই হুমড়ি খেয়ে পড়েন নাইসা৷ তারপর নিজেকে কোনওমতে সামলে নিয়ে ভিতরে ঢুকে যান৷ ততক্ষণে ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
নাইসার এই ভিডিও দেখে অনেকেই মজা করেছেন৷ কেউ কেউ আবার ব্যঙ্গ করেও নানা মন্তব্য করেছেন৷ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এরকম সমস্যায় পড়েছেন নাইসা৷ কিছুদিন আগেই মধ্যরাতে পার্টি থেকে বেরানোর সময় পুরো বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল কাজল কন্যা নাইসাকে। পার্টি থেকে বেরানোর সময়ে নাইসার পা যেমন টলমল করছিল, তেমনই ছিল না কোনও রুপটান। চোখের আইশ্যাডো থেকে লিপস্টিক সবটাই মুছে গিয়েছিল। পুরো বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছিল কাজল কন্যাকে, যা দেখেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ফের আবারও ট্রোলড হলেন নাইসা। নাইসার পুরুষবন্ধুদের নিয়েও চর্চা চলেই আসছে। ওরহান আবর্তমানির সঙ্গে নাইসার বিশেষ বন্ধুত্বের কথা সকলেরই জানা। ওরহান ও নাইসার সম্পর্ক নিয়েও কম জলঘোলা হচ্ছে না। এই মুহূর্তে টিনসেল টাউনের অন্যতম চর্চিত যুবক হলেন তিনি। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, শীঘ্রই বাবা ও মায়ের পথ অনুসরণ করে বলিউডে পা রাখবেন নাইসা। যদিও এ কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনও কিছু মুখ খোলেননি নাইসা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nysa Devgn:আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন অজয় কন্যা নাইসা, তারপর যা হল...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement