রণবীর, হৃতিকদের ছাপিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা? ব্রহ্মাস্ত্র ২-এর মুখ্য চরিত্রে কে

Last Updated:

পুরাণের সঙ্গে ফ্যান্টাসিকে মিলিয়ে ব্রহ্মাস্ত্রের গল্প বুনেছিলেন অয়ন। রণবীর এবং আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন।

#কলকাতা: বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র'-এর ভাঁড়ার ভরেছে। নিশ্চিন্ত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বিশ্ব জুড়ে প্রায় ৪২৫ কোটির ব্য়বসা করেছে তাঁর বহু সাধনার ধন। তবে সাফল্যের জোয়ারে গা ভাসানোর দিন শেষ। এ বার দামী এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি তৈরির পরিকল্পনা শুরু।
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবায় মুখ্য় চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। দ্বিতীয় কিস্তির গল্প যদিও কাপুর-সন্তানকে ঘিরে আবর্তিত হবে না । ব্রহ্মাস্ত্র ২-এর কেন্দ্রে থাকবে দেব। কিন্তু কোন অভিনেতাকে দেখা যাবে সেই চরিত্রে ? এখনও পর্যন্ত বলিউডের একাধিক অভিনেতার নাম উঠে এসেছে। রণবীর সিং, হৃতিক রোশনের মতো প্রথম সারির তারকারা রয়েছেন সেই তালিকায়। তবে এই হেভিওয়েট নামগুলিকে ছাপিয়ে যেতে পারেন এক দক্ষিণী অভিনেতা। গুঞ্জন, দেবের চরিত্রে দেখা যেতে পারে কেজিএফ-এর যশকে।
advertisement
advertisement
অয়নের কথায়, "আমার যশকে দারুণ লাগে। ওকে দেবের চরিত্রে ভালো লাগবে। রণবীর সিংকে নিয়েও একই গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কিছু বলতে পারব না। ঠিক সময়ে দেবের গল্প প্রকাশ্যে আসবে। সেটাই আসল মজা।"
advertisement
পুরাণের সঙ্গে ফ্যান্টাসিকে মিলিয়ে ব্রহ্মাস্ত্রের গল্প বুনেছিলেন অয়ন। রণবীর এবং আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন। এত কিছুর সঙ্গেই বাড়তি পাওনা হিসেবে ছিল শাহরুখ খানের ক্যামিও। মাত্র কয়েক মিনিটেই পর্দায় জাদুকাঠি ছুঁইয়েছেন বাদশা। আপ্লুত দর্শক।
প্রথম কিস্তির ঘোর কাটতেই ব্রহ্মাস্ত্র ২ নিয়ে কৌতুহল হয়েছে গাঢ়। কাকে দেখা যাবে দেবের চরিত্রে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে বলিউড।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর, হৃতিকদের ছাপিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা? ব্রহ্মাস্ত্র ২-এর মুখ্য চরিত্রে কে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement