মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra Is Coming To India : 'দেশি গার্ল'-এর দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। কিন্তু এইবারের দেশে ফেরাটা একটু অন্য়রকমই। মা'র সঙ্গে দেশে ফিরছে ছোট্ট একরত্তি 'মালতি'
#মুম্বই: প্রিয়াঙ্কা ফিরছেন ভারতে। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার তিনি তা নিজেই জানান। দীর্ঘ ৩ বছর বাদে নিজের দেশে পা রাখছেন অভিনেত্রী। 'দেশি গার্ল'-এর দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। কিন্তু এইবারের দেশে ফেরাটা একটু অন্য়রকমই। মা'র সঙ্গে দেশে ফিরছে ছোট্ট একরত্তি 'মালতি'।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা তাঁর বোর্ডিং পাসের ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে তিনি মুম্বই ফিরছেন। ক্য়াপশনে তিনি লিখেছেন, "অবশেষে... বাড়ি ফিরছি... প্রায় 3 বছর পর..."
advertisement

advertisement
বিয়ের পর অভিনেত্রী লস অ্য়াঞ্জেলসে থাকতে শুরু করেছেন, তবে ঘন ঘন এদেশে আসতেন তিনি। কোভিডের পর বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার জন্য় দেশে ফেরার সময় করে উঠতে পারেননি। গত ৩ বছরে, প্রিয়াঙ্কা তাঁর বেশিরভাহ সময়ই কাটাতেন বাড়িতে। তিনি 'টেকস্ড ফর ইউ অ্য়ান্ড সিটাডেল'-এর শুটিং-এ ব্য়স্ত। শুটিং শেষে নিক এবং মেয়ে মালতির জন্য় সময় দিয়েছেন তিনি।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি এক রবিবার প্রিয়াঙ্কা মেয়ে মালতি মেরির ক্রিয়াকলাপ ক্যামেরাবন্দি করছিলেন। 'মাদার্স ডে' উপলক্ষে প্রিয়ঙ্কা এবং নিক তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমবারের জন্য পরিচয় করিয়ে দিলেন মালতিকে। এনআইসিইউতে ১০০দিনেরও বেশি দিন কাটানোর পরে এই দম্পতি তাদের মেয়েকে বাড়িতে স্বাগত জানায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 2:56 PM IST