২৫ বছর পরেও মাধুরীর নাচে 'দিল তো পাগল হ্যায়', দেখুন ভিডিও
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
25 years of Dil Toh Pagal Hai : মাধুরী দীক্ষিত তাঁর সর্বশেষ পোস্টে ভক্তদের নস্টালজিক করেছেন। কী রয়েছে সেই পোস্টে?
#মুম্বই: মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, এবং শাহরুখ খানের আইকনিক ছবি 'দিল তো পাগল হ্যায়' রবিবার মুক্তির ২৫ বছর পেরিয়েছে। মাইলফলকটি উদযাপন করে, করিশ্মা কাপুর লিখেছেন, “স্মৃতি যা চিরকাল থাকে।"
advertisement
advertisement
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, রিয়া কাপুর কমেন্ট বিভাগে করিশ্মাকে "আইকন" বলেছেন। দিয়া মির্জা যোগ করেছেন, “তুমি আশ্চর্যজনক! এই সিনেমায় তোমাকে ভালোবাসি।" তাঁর ঘনিষ্ঠ বন্ধু মনীশ মালহোত্রা এবং মালাইকা অরোরাও পোস্টে হৃদয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
এদিকে, মাধুরী দীক্ষিত তাঁর সর্বশেষ পোস্টে ভক্তদের নস্টালজিক করেছেন। কী রয়েছে সেই পোস্টে? তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'দিল তো পাগল হ্যায়'-এর জনপ্রিয় গান 'আরে রে রে'-এর হুক স্টেপে পুনরায় নেচে একটি ভিডিও ড্রপ করেছেন। তিনি ক্যাপশনে ভক্তদের জিজ্ঞাসা করেছেন, “দিল তো পাগল হ্যায় সিনেমার আমার প্রিয় গানের সঙ্গে ২৫ বছর উদযাপন করছি। তোমার কোনটা প্রিয় গান?"
advertisement
প্রয়াত যশ চোপড়া পরিচালিত, দিল তো পাগল হ্যায় বলিউডের এভারগ্রিন সিনেমাগুলির মধ্যে একটি। এটি যেকোনও হিন্দি ছবির সবচেয়ে জনপ্রিয় প্রেমের মুহূর্তের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। এটি ১৯৯৭-এর সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 8:25 PM IST