Fatty liver disease : ফ্যাটি লিভার ভয়ঙ্কর বিপজ্জনক! আপনি এই রোগে আক্রান্ত নন তো? ৩ উপসর্গ দেখে জানুন

Last Updated:
Fatty liver disease : সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়
1/5
অনেক সময় মদ্যপান না করলেও ফ্যাটি লিভার হতে পারে। যেহেতু লিভার প্রত্যেকের শরীরে ৫০০রও বেশি কাজ সম্পন্ন করে তাই লিভারের সমস্যা হলে শরীরও খারাপ হয়। সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়।
অনেক সময় মদ্যপান না করলেও ফ্যাটি লিভার হতে পারে। যেহেতু লিভার প্রত্যেকের শরীরে ৫০০রও বেশি কাজ সম্পন্ন করে তাই লিভারের সমস্যা হলে শরীরও খারাপ হয়। সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়।
advertisement
2/5
কী কী কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD) যকৃৎ বা লিভারে চর্বি জমে হতে পারে। প্রথমে কোনও লক্ষণ দেখা না গেলেও পরে খিদে ও ওজন কমে যাওয়া, দুর্বলতা, পেটে ব্যথা, লিভার বৃদ্ধির মতো লক্ষণগুলি দেখা দেয়। অতিরিক্ত ওজন বা স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, প্রিডায়াবেটিস বা টাইপ ২ ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রার চর্বি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড ইত্যাদি ফ্যাটি লিভারের সঙ্গে সম্পর্কিত।
কী কী কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD) যকৃৎ বা লিভারে চর্বি জমে হতে পারে। প্রথমে কোনও লক্ষণ দেখা না গেলেও পরে খিদে ও ওজন কমে যাওয়া, দুর্বলতা, পেটে ব্যথা, লিভার বৃদ্ধির মতো লক্ষণগুলি দেখা দেয়। অতিরিক্ত ওজন বা স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, প্রিডায়াবেটিস বা টাইপ ২ ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রার চর্বি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড ইত্যাদি ফ্যাটি লিভারের সঙ্গে সম্পর্কিত।
advertisement
3/5
বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার রোগ নন-অ্যালকোহলিক। স্টেটোহেপাটাইটিসের বিকাশ ঘটাতে পারে, যা এই রোগের একটি আক্রমনাত্মক রূপ যা একজনের সিরোসিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও কেউ পেটে তরল জমা, আপনার খাদ্যনালীতে শিরা ফুলে যাওয়া, যা ফেটে গিয়ে রক্তপাত, লিভার ক্যান্সার এবং শেষ পর্যায়ে লিভার ব্যর্থতা অনুভব করতে পারে, যার মানে লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার রোগ নন-অ্যালকোহলিক। স্টেটোহেপাটাইটিসের বিকাশ ঘটাতে পারে, যা এই রোগের একটি আক্রমনাত্মক রূপ যা একজনের সিরোসিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও কেউ পেটে তরল জমা, আপনার খাদ্যনালীতে শিরা ফুলে যাওয়া, যা ফেটে গিয়ে রক্তপাত, লিভার ক্যান্সার এবং শেষ পর্যায়ে লিভার ব্যর্থতা অনুভব করতে পারে, যার মানে লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে।
advertisement
4/5
ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, হাতের তালু লাল হয়ে যাওয়া, ইত্যাদি উপসর্গ দেখা দিলে হতে পারে আপনার ফ্যাটি অ্যাসিড ধরা পড়েছে।
ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, হাতের তালু লাল হয়ে যাওয়া, ইত্যাদি উপসর্গ দেখা দিলে হতে পারে আপনার ফ্যাটি অ্যাসিড ধরা পড়েছে।
advertisement
5/5
এই উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চ্ রক্তচাপ, বিপাকীয় সিন্ড্রোম, এই উপসর্গ থাকা মোটেই ভালো না। আপনার বয়স ৫০-এর বেশি হলে এই বিষয়গুলো ভুলেও এড়িয়ে যাবেন না। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এই উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চ্ রক্তচাপ, বিপাকীয় সিন্ড্রোম, এই উপসর্গ থাকা মোটেই ভালো না। আপনার বয়স ৫০-এর বেশি হলে এই বিষয়গুলো ভুলেও এড়িয়ে যাবেন না। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement