‘পদ্মাবতীতে কোনও আপত্তিকর দৃশ্য নেই’: সঞ্জয়লীলা বনশালি
Last Updated:
বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা।
#মুম্বই: বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা। হেনস্থা করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও।পরিচালককে বাঁচাতে শূন্যে গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষীরা। হামলার জেরে আপাতত বন্ধ রণবীর-দীপিকার হিস্টোরিক্যাল ড্রামা পদ্মাবতী।
তবে এই নিয়ে শেষমেশ মুখ খুললেন সঞ্জয়লীলা বনশালি ৷ স্পষ্টই জানিয়ে দিলেন, ‘পদ্মাবতীতে কোনও আপত্তিকর দৃশ্য নেই ৷ আলাউদ্দিন খলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনওরকম স্বপ্ন দৃশ্যও নেই এই ছবিতে ৷ অনেক গবেষণা করে তৈরি করা হচ্ছে এই ছবি ৷ ’
বনশালির তরফ থেকে জানানো হল, ‘এই ছবি মুক্তির পরেই রাজস্থানের মানুষেরা খুবই গর্বিত হবে ৷ তাঁদের রানি পদ্মাবতীকে সম্মান জানিয়ে, এত ভালো ছবি হয়েছে ৷ আমরা রাজস্থানের সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহল ৷ আমরা কখনই তাকে অসম্মান করতে পারি না ৷’
advertisement
advertisement
‘বাজিরাও মস্তানি’ সুপারহিট হওয়ার পর এখন সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়েও উৎসাহ অনেক বেশি সিনেমাপ্রেমীদের মধ্যে ৷ এই ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি ৷ কিন্তু তারমধ্যেই যা কাণ্ড ঘটল, তাতে স্বভাবতই চাপ বাড়ল প্রযোজক-পরিচালকের উপর ৷ জয়পুরে এদিন পদ্মাবতীর শ্যুটিং সেটে ঢুকে সটান পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে চড় কষালেন কয়েকজন বিক্ষোভকারী ৷ পাশাপাশি সিনেমার সেটে ভাঙচুর চালানোর ছবিও প্রকাশিত হয়েছে ৷
advertisement
জয়পুরের জয়গড় কেল্লাতেই সিনেমার শ্যুটিং সেটে এদিন ধ্বংসলীলা চালায় একদল স্থানীয় জনতা ৷ তারা রাজপুত কার্নি সেনার সদস্য বলেই জানা গিয়েছে ৷
পদ্মাবতী ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷ রাজা রতন সিং শাহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে ৷ ছবিতে রাণী পদ্মিনী এবং আলাউদ্দিন খিলজির প্রেমের দৃশ্য নিয়েই আপত্তি দেখা দিয়েছে ৷ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের ৷ কারণ ইতিহাস বলছে রাণী পদ্মিনীকে পেতে চিতোরগড় কেল্লায় যখন আলাউদ্দিন হামলা চালান তখন তাঁর সেনাকে আটকান রাণী নিজেই ৷ মৃত্যু এবং পরে আলাউদ্দিন কেল্লা দখল করার আগেই বাকি মহিলাদের সঙ্গেই আত্মহত্যা করেন পদ্মিনী ৷ কিন্তু এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের ৷ ছবি থেকে দীপিকা ও রণবীরের প্রেমের দৃশ্যগুলি সব মুছে ফেলতে হবে ৷ এমনটাই দাবি রাজপুত কার্নি সেনার সদস্যদের ৷ এদিনের ঘটনার পর আর ঝুঁকি না নিয়ে ওই এলাকায় শ্যুটিং বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2017 3:52 PM IST