Nia Sharma Troll Video: প্রকাশ্যে খোলা প্যান্টে, নিম্নাঙ্গের অর্ন্তবাস দেখিয়ে ঘুরলেন অভিনেত্রী! ভিডিও দেখেই ক্লিক করছেন সকলে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Nia Sharma Black Dress: তাঁর সেক্সি পোশাকের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও অনেকেই তাঁর পছন্দের জন্য তাঁকে ট্রোল করেছেন৷ তবে কেউ কেউ তাঁর সুন্দর ফিগারের জন্য প্রশংসাও করেছেন৷
মুম্বই: নিয়া শর্মা মানেই ফ্যাশন ডিসাস্টার! খুব কম সময়ই তাঁর সাজ বা পোশাক প্রশংসা পায়৷ বাকি সময় তিনি ট্রোলড হন৷ সম্প্রতি তাঁকে দেখা গেল একটি জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসতে। আবার তিনি চর্চায় এলেন, কারণ সেই পোশাক৷ এবার একটু বাড়াবাড়িই করে ফেললেন নিয়া৷ এমন ট্রাউজার পরলেন যার থেকে বেরিয়ে থাকল তাঁর অর্ন্তবাস (প্যান্টি)!
সাহসী পোশাকের জন্য সর্বদা আলোচনায় থাকেন নিয়া শর্মা৷ রবিবার রাতে যখন নিয়া শর্মা পার্টি থেকে বেরিয়ে আসতেই ফের তিনি হয়ে উঠলেন টিনসেল টাউনের টকিং গার্ল! এই অভিনেত্রী তাঁর সাহসী ফ্যাশন পছন্দের জন্য পরিচিত। এদিনও নিয়া ব্যতিক্রমী ছিলেন না৷
advertisement
advertisement
তাঁর সেক্সি পোশাকের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যদিও অনেকেই তাঁর পছন্দের জন্য তাঁকে ট্রোল করেছেন৷ তবে কেউ কেউ তাঁর সুন্দর ফিগারের জন্য প্রশংসাও করেছেন৷ এই পোশাকে এতটাই সাবলীল ছিলেন নিয়া যে তাঁকে উর্ফির সঙ্গে তুলনা করা হয় এবং তিনি যে সাহসের নিরিখে উর্ফিকেও ছাপিয়ে গিয়েছেন, সেই কথা সকলে বলতে থাকে!
advertisement
advertisement
নিয়া শর্মার কিলার লুক
২০১০-এ টেলিভিশনে ‘কালী- এক অগ্নিপরীক্ষা’-এ আত্মপ্রকাশ করেন নিয়া শর্মা৷ তিনি ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’-এর মতো শো দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ক্রিস্টেল ডি’সুজা, করণ ট্যাকার এবং কুশল ট্যান্ডন। নিয়া তাঁর শো ‘জামাই রাজা’ এর জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন৷
advertisement
advertisement
নিয়া ‘খতরন কে খিলাড়ি’ এবং ‘ঝলক দিখলা জা’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নেন। হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর ১৩ বছর পূর্ণ হয়েছে৷ যার জন্য তাঁর ভক্তদের সমর্থন রয়েছে বলে মনে করেন নিয়া এবং তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। এই বছর নিয়া শর্মা একটি মিউজিক ভিডিওতে হাজির হয়েছিলেন যা বিপুল হিট হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 3:32 PM IST