SRK Mother in Law Viral Video: পাকা চুল, ঠোঁটে লাল লিপস্টিক!মুম্বইয়ের ক্যাফের সামনে শাহরুখের শাশুড়ি বাড়িয়ে দিলেন হাত, তারপর...

Last Updated:

Gauri Khan mother and SRK mother-in-law: শাশুড়িকে মায়ের মতো ভালবাসেন শাহরুখ৷ একসময় গৌরীর সঙ্গে বিয়েতে তাঁর ছিল খুবই আপত্তি৷ পরে অবশ্য সেই সম্পর্ক মেনে নেন শাহরুখের শাশুড়ি সবিতা চিব্বার৷

মুম্বই: অনেকটা ছোট বয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ খান৷ ছেলের এই বিপুল খ্যাতি দেখে যেতে পারেননি তাঁরা, এই আক্ষেপ রয়েছে শাহরুখের৷ অনেক সাক্ষাৎকারেই এই কথা বলেছেন কিং খান৷ তাই তো নিজের ছেলে-মেয়েদের প্রতি শাহরুখ যেন একটু বেশিই স্নেহশীল৷ হাজারও ব্যস্ততার মধ্যে আরিয়ান-সুহানা ও আবরামের সঙ্গে সময় কাটান বলিউড বাদশা৷
বিশেষ করে আবরামের সঙ্গে অনেকটা সময় কাটান শাহরুখ৷ ছোট ছেলে যেন তাঁর চোখের মণি৷ আসলে পরিবারের সকলের সঙ্গে শাহরুখের সম্পর্কের বুনন খুব অটুট৷ যেমন তাঁর শাশুড়ির সঙ্গে খুব ভাল সম্পর্ক অভিনেতার৷ শাশুড়িকে মায়ের মতো ভালবাসেন ও শ্রদ্ধা করেন শাহরুখ৷
আরও পড়ুনBobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
গৌরী খানের মা সবিতা চিব্বর৷ তাঁর বয়স ৭৫৷ এই বয়সেও তিনি বেশ ফিট৷ তিনি নাচতে খুব ভালবাসেন৷ এমন কথা গৌরী নিজেই জানিয়েছেন৷ দিল্লির বাসিন্দা সবিতা চিব্বরকে এখন অনেকটা সময় মুম্বইতে দেখা যায়৷ এবার তাঁকে দেখা গেল বান্দ্রার নতুন একটি ক্যাফে গিগির সামনে৷ এখন কিছুটা বয়সের ছাপ পড়েছে তাঁর মধ্যে৷
advertisement
advertisement
শাহরুখ-গৌরীর প্রেম প্রথমে মানতে পারেননি সবিতা৷ গৌরীর মা সাবিতা তাঁর মেয়ের সঙ্গে শাহরুখের বিয়ে ঠেকাতে একজন জ্যোতিষীর কাছে যেতে শুরু করেছিলেন। শাহরুখ খান পরে পরিবারের সকল সদস্যকে আশ্বস্ত করেছিলেন যে তিনি গৌরীর সম্পূর্ণ যত্ন নিতে পারবেন৷ এখন সবিতা চিব্বার এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ভাল এবং শাহরুখ একটি সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে তিনি তাঁর শাশুড়ির কাছ থেকে নাচ শিখতে চান!
advertisement
advertisement
আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাহাম খানকে প্রায়ই তাদের দাদির সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকী শাহরুখ-গৌরীর সংসার সামলান সবিতা৷ যাতে নিজেদের নিজেদের কাজে ভাল ভাবে মনোনিবেষ করতে পারেন শাহরুখ ও গৌরী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
SRK Mother in Law Viral Video: পাকা চুল, ঠোঁটে লাল লিপস্টিক!মুম্বইয়ের ক্যাফের সামনে শাহরুখের শাশুড়ি বাড়িয়ে দিলেন হাত, তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement