New Year's Eve Park Street: বর্ষবরণের রাতে পার্কস্ট্রিটে জনস্রোত! হয়রানি সামলাতে 'এই' বিশেষ পরিকল্পনা পুলিশের, জানুন
- Written by:UJJAL ROY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
New Year's Eve Park Street: বর্ষবরণের রাতে বিশৃঙ্খল জয়রাইড আটকানোর জন্য পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এবার পার্কস্ট্রিতে ভিড় সামলাতে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
কলকাতা: প্রতিবছরই বর্ষবরণে পার্কস্ট্রিটে ভিড় জমায় হাজার হাজার মানুষ। কেউ আসে এখানে রেস্তোরায় খেতে কেউ বা আসে সাজানো পার্কস্টিট দেখতে। কেউ আবার আসে প্রিয়জনের সাথে একটু সময় কাটানোর জন্য। কিন্তু কলকাতা এবং শহরতলি থেকে যত মানুষ পার্কস্ট্রিটে আসেন সেই সংখ্যাটা বাড়তে বাড়তে পরিণত হয় জনস্রোতে। ফলে পুলিশকেও অনেকটা বেশি তৎপর থাকতে হয়। এই জনস্রোত সামলানোর জন্য বেশকিছু পদক্ষেপ করা হয়েছে।
বিশেষ করে বর্ষবরণের রাতে বিশৃঙ্খল জয়রাইড আটকানোর জন্য পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এবার পার্কস্ট্রিতে ভিড় সামলাতে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পার্কস্ট্রিট চত্তরটিকে মোট ছটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে এই পুলিশকর্মী মোতায়ন থাকবে।
advertisement
advertisement
এখানে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকছেন। একই সঙ্গে এসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর থাকবেন। বিশেষ মহিলা পুলিশের বাহিনী ও এখানে মোতায়ন করা হয়েছে। ভিড়ের মধ্যেই থাকবে প্রচুর সাদা পোশাকের পুলিশ। রাত বারোটার সময় বাইকের দাপট রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাকা তল্লাশিতে দেওয়া হবে জোর এছাড়াও ওয়াচ টাওয়ার, বহুতল এবং সিসিটিভির সাহায্যেও নজরদারি করা হবে।
advertisement
অ্যালেন পার্ক এবং মিউজিক ওয়ার্ল্ডের সামনে ভিড় একটু বেশি থাকে তাই এখানেও সর্বক্ষণের জন্য নজরদারি থাকবে। সবমিলিয়ে বর্ষবরণের রাত যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2023 8:20 PM IST









