Catfish (Singi Machh) Effects: শিঙি মাছ বাচ্চাকে খাওয়াচ্ছেন...? নিজেও খান? 'এই' অসুখ নেই তো আপনার? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Catfish (Singi Machh) Effects: আপনি জানেন কি নিয়মিত এই মাছ খেলে শরীরে ঠিক কী কী ধরনের প্রভাব পড়তে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা? আদৌ কি শিশুদের জন্য এই মাছে উপকার? নাকি আছে কোনও ঝুঁকি? পরের বার খাওয়ার আগে জানুন সবটা।
advertisement
ইংরেজিতে বলা হয় 'ক্যাটফিশ'। বাংলায় অনেকে আবার একে শিং মাছ বলেও ডাকেন। এটি এক ধরনের জিওল মাছ। এই মাছ রোগীর খাদ্য হিসাবে পরিচিত। কিন্তু আপনি জানেন কি নিয়মিত এই মাছ খেলে শরীরে ঠিক কী কী ধরনের প্রভাব পড়তে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা? আদৌ কি শিশুদের জন্য এই মাছে উপকার? নাকি আছে কোনও ঝুঁকি? পরের বার খাওয়ার আগে জানুন সবটা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশিষ্ট পুষ্টিবিদ রিতু পুরী এই মাছের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। HealthifyMe-এর সিনিয়র নিউট্রিশনিস্ট রিতু, দিল্লি ইউনিভার্সিটির লেডি আরউইন কলেজ থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি করেন। রিতু ফোর্টিস হাসপাতাল এবং নিউট্রিশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। একইসঙ্গে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) এর থেকে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞান বিশেষজ্ঞ ড. স্বাগত ঘোষ বলেন, "ডোবা, খাল, বিল ইত্যাদি এবং পুরনো পুকুর-সহ বিভিন্ন জলাশয়ে আগে প্রচুর পরিমাণে শিঙিমাছ পাওয়া যেত। বর্তমানে এই মাছ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে অসংখ্য জলাশয় রয়েছে। সেখানে শিঙিমাছ চাষ করা সম্ভব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কার্প জাতীয় মাছের চেয়ে লাভজনকভাবে শিঙিমাছ।"