Rohit Vemula Play: রোহিত ভেমুলাকে নিয়ে বাংলা নাটক, অশোকনগর নাট্যমুখ আনছে নতুন এক নাটক

Last Updated:

Rohit Vemula Play: ‘অশোকনগর নাট্যমুখ’-এর এই প্রযোজনা তৈরি হয়েছে স্বল্প সময়ে৷ কারণ, তাগিদ৷ এই সময়ের তাগিদ৷ সত্যিটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাড়া৷

রোহিত ভেমুলাকে নিয়ে বাংলা নাটক, অশোকনগর নাট্যমুখ আনছে নতুন এক নাটক
রোহিত ভেমুলাকে নিয়ে বাংলা নাটক, অশোকনগর নাট্যমুখ আনছে নতুন এক নাটক
কলকাতা: ‘আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো, পুবে, পশ্চিমে’ – এই ছন্দবদ্ধ বাক্য হতে পারত একজনের আত্মীয়৷ তিনি রোহিত ভেমুলা! দলিত অধিকার কর্মী, গবেষক! এই বাক্য আত্মীয় হতে পারত জঙ্গলবাসী শম্বুকের! ‘রামরাজ্যে’ যে নিতান্ত ঝড়ে পড়া পাতার মতো অতিরিক্ত, কারণ, সে শূদ্র৷ শ্বেত সন্ত্রাসে আক্রান্ত শম্বুকের লড়াই ধ্রুবতারার মতো যতবার অমাবস্যার আঁধার রাতে জ্বলজ্বল করে উঠতে চেয়েছে, ততবার তার গা-বেয়ে নেমে এসেছে রক্তধারা৷ যতবার রোহিত ভেমুলা লড়তে চেয়েছে ‘দলিত’ পরিচয়ের সঙ্গে, যতবার খুঁজে পেতে চেয়েছে শম্বুকের ধ্রুবতারকাসম লড়াইকে, ততবার সে বিরাট কৃষ্ণগহ্বরে তলিয়ে গিয়েছে৷ এক দিকে যখন তপস্যার অধিকারের লড়াই করেও মৃত্যুবরণ করছে শম্বুক, কালোত্তীর্ণ সময়ে রোহিত হারিয়ে গিয়েছে গবেষণার পাতা অসমাপ্ত রেখেই৷ এ নাটক যেন সেই কাল উত্তীর্ণ ‘অসম লড়াই’-য়ের ব্যালাড৷ আর সেই নাটকই আসছে মিনার্ভা থিয়েটারে৷ আগামী ৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ছ’টায়৷
‘ভেমুলার রামায়ণ’ নাটকটি লিখেছেন অংশুমান কর৷ মৃত্যুর মতো নির্মম সত্যে পৌঁছতে গিয়ে তাঁকে ছুঁতে হয়েছে মিথ ও ইতিহাসকে৷ ছুঁতে হয়েছে কার্ল সগন থেকে বিষ্ণুপুরাণ বা রামায়ণের উত্তরকাণ্ডকে৷ ছুঁতে হয়েছে আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজিকে, সাগরের পড়ন্ত বিকেলের ঢেউকে, উত্তাল ছাত্র আন্দোলনকে৷
advertisement
advertisement
‘অশোকনগর নাট্যমুখ’-এর এই প্রযোজনা তৈরি হয়েছে স্বল্প সময়ে৷ কারণ, তাগিদ৷ এই সময়ের তাগিদ৷ সত্যিটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাড়া৷ এই নাটকের প্রয়োগ অভি চক্রবর্তীর৷ তিনি আগাগোড়া এক ‘মিছিলের মুখ’-এর হারিয়ে যাওয়ার সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন নাছোড়বান্দা লড়াইয়ের গনগনে আঁচে৷ প্রশ্ন করতে চেয়েছেন মধ্যবিত্ত, নিশ্চয়তা খোঁজা, পলায়ন্মুখ মনকে৷ নাটকের একটি অংশে দেখানো হয়েছে রামায়নের উত্তরকাণ্ড বা বিষ্ণুপুরাণে উল্লিখিত ‘শম্বুক’ চরিত্রের গাথা, অন্য অংশে রোহিত ভেমুলার মৃত্যুর পর তাঁর বন্ধু রিয়াজের মুখ দিয়ে রোহিতের জীবন-মৃত্যু নিয়ে তথ্য ও প্রশ্ন৷ অভি ইতিহাস ও মিথকে মঞ্চে মিলিয়ে ছুঁতে চেয়েছেন জাত-বঞ্চনার চিরন্তন সত্যকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rohit Vemula Play: রোহিত ভেমুলাকে নিয়ে বাংলা নাটক, অশোকনগর নাট্যমুখ আনছে নতুন এক নাটক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement