Rohit Vemula Play: রোহিত ভেমুলাকে নিয়ে বাংলা নাটক, অশোকনগর নাট্যমুখ আনছে নতুন এক নাটক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rohit Vemula Play: ‘অশোকনগর নাট্যমুখ’-এর এই প্রযোজনা তৈরি হয়েছে স্বল্প সময়ে৷ কারণ, তাগিদ৷ এই সময়ের তাগিদ৷ সত্যিটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাড়া৷
কলকাতা: ‘আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো, পুবে, পশ্চিমে’ – এই ছন্দবদ্ধ বাক্য হতে পারত একজনের আত্মীয়৷ তিনি রোহিত ভেমুলা! দলিত অধিকার কর্মী, গবেষক! এই বাক্য আত্মীয় হতে পারত জঙ্গলবাসী শম্বুকের! ‘রামরাজ্যে’ যে নিতান্ত ঝড়ে পড়া পাতার মতো অতিরিক্ত, কারণ, সে শূদ্র৷ শ্বেত সন্ত্রাসে আক্রান্ত শম্বুকের লড়াই ধ্রুবতারার মতো যতবার অমাবস্যার আঁধার রাতে জ্বলজ্বল করে উঠতে চেয়েছে, ততবার তার গা-বেয়ে নেমে এসেছে রক্তধারা৷ যতবার রোহিত ভেমুলা লড়তে চেয়েছে ‘দলিত’ পরিচয়ের সঙ্গে, যতবার খুঁজে পেতে চেয়েছে শম্বুকের ধ্রুবতারকাসম লড়াইকে, ততবার সে বিরাট কৃষ্ণগহ্বরে তলিয়ে গিয়েছে৷ এক দিকে যখন তপস্যার অধিকারের লড়াই করেও মৃত্যুবরণ করছে শম্বুক, কালোত্তীর্ণ সময়ে রোহিত হারিয়ে গিয়েছে গবেষণার পাতা অসমাপ্ত রেখেই৷ এ নাটক যেন সেই কাল উত্তীর্ণ ‘অসম লড়াই’-য়ের ব্যালাড৷ আর সেই নাটকই আসছে মিনার্ভা থিয়েটারে৷ আগামী ৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ছ’টায়৷
আরও পড়ুন: মৃত্যুশয্যায় ইউরোপ-সফরের প্ল্যান করত, ও ভাবেইনি যে… শেষ কয়েকটা দিনের কথা বললেন শ্রীলার স্বামী
‘ভেমুলার রামায়ণ’ নাটকটি লিখেছেন অংশুমান কর৷ মৃত্যুর মতো নির্মম সত্যে পৌঁছতে গিয়ে তাঁকে ছুঁতে হয়েছে মিথ ও ইতিহাসকে৷ ছুঁতে হয়েছে কার্ল সগন থেকে বিষ্ণুপুরাণ বা রামায়ণের উত্তরকাণ্ডকে৷ ছুঁতে হয়েছে আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজিকে, সাগরের পড়ন্ত বিকেলের ঢেউকে, উত্তাল ছাত্র আন্দোলনকে৷
advertisement
advertisement
‘অশোকনগর নাট্যমুখ’-এর এই প্রযোজনা তৈরি হয়েছে স্বল্প সময়ে৷ কারণ, তাগিদ৷ এই সময়ের তাগিদ৷ সত্যিটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাড়া৷ এই নাটকের প্রয়োগ অভি চক্রবর্তীর৷ তিনি আগাগোড়া এক ‘মিছিলের মুখ’-এর হারিয়ে যাওয়ার সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন নাছোড়বান্দা লড়াইয়ের গনগনে আঁচে৷ প্রশ্ন করতে চেয়েছেন মধ্যবিত্ত, নিশ্চয়তা খোঁজা, পলায়ন্মুখ মনকে৷ নাটকের একটি অংশে দেখানো হয়েছে রামায়নের উত্তরকাণ্ড বা বিষ্ণুপুরাণে উল্লিখিত ‘শম্বুক’ চরিত্রের গাথা, অন্য অংশে রোহিত ভেমুলার মৃত্যুর পর তাঁর বন্ধু রিয়াজের মুখ দিয়ে রোহিতের জীবন-মৃত্যু নিয়ে তথ্য ও প্রশ্ন৷ অভি ইতিহাস ও মিথকে মঞ্চে মিলিয়ে ছুঁতে চেয়েছেন জাত-বঞ্চনার চিরন্তন সত্যকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 11:48 PM IST