সাইকোলজিক্যাল থ্রিলার, পরতে পরতে রয়েছে চমক, বাংলা ছবি 'দানব' তুলে ধরবে সমাজের অন্ধকারময় দিকগুলো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা।
কলকতা: সাইকোলজিক্যাল থ্রিলারে বাস্তবের গল্প। পরিচালক আতিউল ইসলামের নতুন ছবির পোস্টারে ফুটে উঠেছে থ্রিলারের ছায়া। জুটিতে আসছে রুপ্সা মুখোপাধ্যায় ও পিয়ার খান। একগুচ্ছ তারকা নিয়ে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা। ইতিমধ্যে শহরে হয়ে গেল সেই ছবির গ্র্যান্ড ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।
শিবা মর্গের ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রাণের প্রিয় ভালবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম এর জন্য। কি করবে শিবা৷ অন্যদিকে শিবার জীবনের ভালবাসার মানুষ ছিল একমাত্র উমা। পরের দিন সকালে মিডিয়াতে বড়ো খবর উঠে আসে মর্গে একটি মৃতদেহকে নৃশংস ভাবে ধর্ষণ করে। গল্প কোন দিকে যাবে এবার! ভালবাসা নাকি বাস্তব, গল্প কোন দিকে মোড় নেবে! এই সবকিছু নিয়ে ছবি ‘দানব’।
advertisement
advertisement
পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারেন, সেই ছবি উঠে আসবে এই ছবিতে। ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবির মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায় ও দেবজ্যোতি কার ।

advertisement
গান গেয়েছেন জাভেদ আলি, রুপম ইসলাম এর মতো গায়ক। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। আগামী ১২ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে ‘মোহনা ফিল্মস’ এর ব্যানারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 8:41 PM IST

