মুম্বই : ছেলে রণবীরের বিয়েতে ঝলমল করেছেন নীতু সিং৷ সোশ্যাল মিডিয়া এখনও উজ্জ্বল তাঁর সাজে ৷ তিনি আরও একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘ডান্স দীওয়ানে জুনিয়রস’-এ বিচারকের আসনে বসে বলেছিলেন তিনি৷
নীতুকে উদ্দেশ্য সেই শো-এ সঞ্চালক করণ কুন্দ্রা বলেন, নীতু এখন শ্বাশুড়ির ভূমিকার কাজকর্ম শিখছেন, কারণ ঘরে বধূ আসতে চলেছে৷ উত্তরে নীতু জানান, ঘরে পুত্রবধূ চলে এসেছেন৷ তার পর সঞ্চালক জানতে চান, বাড়িতে কার দাপট চলছে? শাশুড়ি না পুত্রবধূর? সহাস্য নীতু জানান, বাড়িতে শুধুই পুত্রবধূর শাসন চলছে৷ তাঁর কথায়, ‘‘আমি চাই আমার পুত্রবধূই পরিবার শাসন করুক৷’’
আরও পড়ুন : মৃদু গোলাপি অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, ভাই রণবীরের বিয়েতে আকর্ষণের মধ্যমণি করিনা
View this post on Instagram
গত সপ্তাহে রণবীর আলিয়ার বিয়ের পর আলিয়াকে পুত্রবধূ হিসেবে স্বাগত জানিয়েছেন নীতু৷ সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছিলেন ৷ তারকার বিয়ের ছবি পোস্ট করে নীতু লিখেছিলেন ‘আমার বিশ্ব’৷ সঙ্গে হৃদয়ের ইমোজি৷ রালিয়ার বিয়ের আসরের একাধিক ছবি শেয়ার করেছেন নীতু৷
আরও পড়ুন : রণবীরের পছন্দের সংখ্যার হিরেতে গাঁথা আংটি, নজর কেড়েছে আলিয়ার মহার্ঘ্য অলঙ্কার
View this post on Instagram
আরও পড়ুন : কাঁসা-পিতলের বাসনে খাওয়া কেন উপকারী? জলের জন্য সেরা কোন ধাতুর পাত্র?
View this post on Instagram
নীতুর স্বামী ঋষি কপূর ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ২০২০ সালে৷ কর্কটরোগের সঙ্গে দু’ বছর লড়াই করার পর হার মানেন ঋষি৷ তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তাঁদের মেয়ে ঋদ্ধিমা কপূর সাহনি পেশায় জুয়েলারি ডিজাইনার৷ অতীতের জনপ্রিয় নায়িকা নীতু দীর্ঘ দিন পর আবার অভিনয় করছেন ‘যুগ যুগ জীও’ ছবিতে৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অনিল কপূর, কিয়ারা আডবাণী এবং বরুণ ধওয়ন৷ করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবির পরিচালক রাজ মেহতা৷ পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স দীওয়ানে জুনিয়রস’-এর বিচারকের আসনে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Neetu singh, Ranbir Kapoor