Home /News /entertainment /
Neetu Singh on Alia: শাশুড়ি নাকি পুত্রবধূ আলিয়া? বাড়িতে কার শাসন চলছে? উত্তরে যা জানালেন নীতু

Neetu Singh on Alia: শাশুড়ি নাকি পুত্রবধূ আলিয়া? বাড়িতে কার শাসন চলছে? উত্তরে যা জানালেন নীতু

Ranbir and Alia wedding

Ranbir and Alia wedding

Neetu Singh on Alia : সঞ্চালক জানতে চান, বাড়িতে কার দাপট চলছে? শাশুড়ি না পুত্রবধূর?

 • Share this:

  মুম্বই : ছেলে রণবীরের বিয়েতে ঝলমল করেছেন নীতু সিং৷ সোশ্যাল মিডিয়া এখনও উজ্জ্বল তাঁর সাজে ৷ তিনি আরও একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘ডান্স দীওয়ানে জুনিয়রস’-এ বিচারকের আসনে বসে বলেছিলেন তিনি৷

  নীতুকে উদ্দেশ্য সেই শো-এ সঞ্চালক করণ কুন্দ্রা বলেন, নীতু এখন শ্বাশুড়ির ভূমিকার কাজকর্ম শিখছেন, কারণ ঘরে বধূ আসতে চলেছে৷ উত্তরে নীতু জানান, ঘরে পুত্রবধূ চলে এসেছেন৷ তার পর সঞ্চালক জানতে চান, বাড়িতে কার দাপট চলছে? শাশুড়ি না পুত্রবধূর? সহাস্য নীতু জানান, বাড়িতে শুধুই পুত্রবধূর শাসন চলছে৷ তাঁর কথায়, ‘‘আমি চাই আমার পুত্রবধূই পরিবার শাসন করুক৷’’

  আরও পড়ুন : মৃদু গোলাপি অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, ভাই রণবীরের বিয়েতে আকর্ষণের মধ্যমণি করিনা

  গত সপ্তাহে রণবীর আলিয়ার বিয়ের পর আলিয়াকে পুত্রবধূ হিসেবে স্বাগত জানিয়েছেন নীতু৷ সামাজিক মাধ্যমে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছিলেন ৷ তারকার বিয়ের ছবি পোস্ট করে নীতু লিখেছিলেন ‘আমার বিশ্ব’৷ সঙ্গে হৃদয়ের ইমোজি৷ রালিয়ার বিয়ের আসরের একাধিক ছবি শেয়ার করেছেন নীতু৷

  আরও পড়ুন : রণবীরের পছন্দের সংখ্যার হিরেতে গাঁথা আংটি, নজর কেড়েছে আলিয়ার মহার্ঘ্য অলঙ্কার

  আরও পড়ুন : কাঁসা-পিতলের বাসনে খাওয়া কেন উপকারী? জলের জন্য সেরা কোন ধাতুর পাত্র?

  নীতুর স্বামী ঋষি কপূর ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ২০২০ সালে৷ কর্কটরোগের সঙ্গে দু’ বছর লড়াই করার পর হার মানেন ঋষি৷ তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তাঁদের মেয়ে ঋদ্ধিমা কপূর সাহনি পেশায় জুয়েলারি ডিজাইনার৷ অতীতের জনপ্রিয় নায়িকা নীতু দীর্ঘ দিন পর আবার অভিনয় করছেন ‘যুগ যুগ জীও’ ছবিতে৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অনিল কপূর, কিয়ারা আডবাণী এবং বরুণ ধওয়ন৷ করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবির পরিচালক রাজ মেহতা৷ পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স দীওয়ানে জুনিয়রস’-এর বিচারকের আসনে৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Alia Bhatt, Neetu singh, Ranbir Kapoor

  পরবর্তী খবর