Nawazuddin Siddiqui in Local Train: ভিড় ঠাসা লোকাল ট্রেনে সফর করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী? নিমেষে ভাইরাল ভিডিও
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Viral Video of Nawazuddin Siddiqui: একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন নওয়াজউদ্দিন এবং পরে একটি লোকাল ট্রেনে উঠতেও দেখা যায় তাঁকে।
#মুম্বই: ভারতীয় চলচ্চিত্রে এই মুহূর্তে অন্যতম সেরা অভিনেতা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui), কমবেশি সব চলচ্চিত্রপ্রেমীই এই বিষয়ে একমত হবেন। সেক্রেড গেমসে গণেশ গাইতোন্ডের মতো ক্রূর চরিত্র হোক বা বজরঙ্গি ভাইজানে চাঁদ নবাবের চটুল চরিত্র, দু’ মিনিটের ভূমিকা হোক বা ৯০ মিনিটের, নওয়াজউদ্দিন (Nawazuddin Siddiqui) সবেতেই স্বচ্ছন্দ্য এবং নিখুঁত অভিনয় দিয়ে নিজের জমি পোক্ত করেছেন বলিউডে। প্রতিটি চরিত্রে নিজেকে ঢেলে দেওয়ার এবং চরিত্রটির মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা নওয়াজউদ্দিনের রয়েছে। শুধু অভিনয়ের দক্ষতা নয়, নওয়াজউদ্দিনের জীবনযাপনের সারল্যের প্রতিও আকৃষ্ট অনুরাগীরা। মঙ্গলবার এমনই এক ঘটনায় নেটিজেনরা ফের প্রেমে পড়ে গিয়েছেন নওয়াজের (Nawazuddin Siddiqui in Local Train) ব্যক্তিত্বের! বলিউডের ব্যস্ততম এই অভিনেতাকে মুম্বইয়ের লোকাল ট্রেনে (Nawazuddin Siddiqui in Local Train) ভ্রমণ করতে দেখা গিয়েছে সম্প্রতি।
ইনস্টাগ্রামে একজন অনুরাগীর শেয়ার করা একটি ভিডিওতে (Nawazuddin Siddiqui in Local Train) দেখা গিয়েছে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন নওয়াজউদ্দিন এবং পরে একটি লোকাল ট্রেনে উঠতেও দেখা যায় তাঁকে। সূত্রের খবর, অভিনেতা পরে জানিয়েছেন, মুম্বইয়ের ট্র্যাফিক জ্যামে আটকে পড়া থেকে বাঁচতে লোকাল ট্রেনে চেপে যাতায়াত করার কথা ভেবেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়ে পৌঁছতে হত তাকে, দেরি করতে চাননি। এই ভিডিওতে অবশ্য নওয়াজউদ্দিনকে (Nawazuddin Siddiqui in Local Train) চেনা দায়। কেউ না বলে দিলে ভিড়ের মাঝে অভিনেতাকে লক্ষ্য করা কঠিন।
advertisement
advertisement
যাতে ভিড়ের মাঝে কেউ না চিনতে পারে তাই নানাভাবে মুখ ঢেকে লুকিয়েই থাকতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিনকে। লাল টি-শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট পরণে নওয়াজের (Nawazuddin Siddiqui in Local Train) মুখ সাদা মাস্ক, কালো সানগ্লাস এবং কপালের চারপাশে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল। ভিডিওটি পোস্ট করার সময় ওই অনুরাগী ক্যাপশনে লিখেছেন, “মুম্বই লোকাল ট্রেনে নওয়াজউদ্দিন সিদ্দিকী আমার ঠিক উল্টোদিকেই বসে রয়েছেন।”
advertisement
নওয়াজউদ্দিন সিদ্দিকীর ট্রেন সফরের ভিডিওটি দেখুন:
advertisement
আপলোড হওয়ার পর থেকেই ভাইরাল এই ভিডিওটি (Nawazuddin Siddiqui’s video)। যেভাবে নিজের পরিচয় লুকনোর চেষ্টা করেছেন নওয়াজউদ্দিন তাতে বিস্মিত হয়েছেন অনেকেই। এত ভালোভাবে মুখ লুকানোর পরেও কীভাবে এই অনুরাগী তাঁকে চিনে (Nawazuddin Siddiqui in Local Train) ফেললেন তা ভেবেও অবাক হয়েছেন অনেকে। একজন ভিডিওটির কমেন্টে লিখেছেন, “আপনি কীভাবে তাঁকে চিনতে পারলেন?” অন্য একজন মন্তব্য করেছেন, “আপনি খুব ভাগ্যবান ভাই।” নওয়াজউদ্দিনের বিনয়ের প্রশংসা করে তৃতীয় একজন লিখেছেন, “সারল্যে সেরা।”
Location :
First Published :
March 30, 2022 3:55 PM IST