Uttara Baokar: চলে গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর, ক্যানসার কেড়ে নিল জাতীয় পুরস্কারজয়ীকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Uttara Baokar: বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘এক দিন আচনক’-এ অধ্যাপকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তরা। সেই ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য উত্তরা জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
পুণে: ৭৯-এ জীবনাবসান। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী উত্তরা বাওকর। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বহু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার পুণের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন উত্তরা। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল সেই শহরেই।
এক সময়ে বড়পর্দা, ছোটপর্দা, মঞ্চ, সবেতেই দাপিয়ে অভিনয় করেছেন উত্তরা। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে পাশ করার পর সেখানে অধ্যাপকের ভূমিকায় চাকরিও শুরু করেন তিনি।
advertisement
বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘এক দিন আচনক’-এ অধ্যাপকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তরা। সেই ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য উত্তরা জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া গোবিন্দ নিহালনির ‘তামস’ এবং ‘রুকমাবতী কি হাভেলি’, শ্যাম বেনেগলের ‘যাত্রা’য় তাঁর অভিনয় উচ্চপ্রশংসা পেয়েছিল।
advertisement
একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় জনপ্রিয়তাও পেয়েছিলেন উত্তরা। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘নাজারানা’, ‘কশমাকশ জিন্দেগি কি’, ‘যব লাভ হুয়া’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই নেহি’-র মতো জনপ্রিয় মেগাগুলি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 3:05 PM IST