হোম /খবর /বিনোদন /
চলে গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা, ক্যানসার কেড়ে নিল জাতীয় পুরস্কারজয়ীকে

Uttara Baokar: চলে গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর, ক্যানসার কেড়ে নিল জাতীয় পুরস্কারজয়ীকে

প্রয়াত উত্তরা বাওকর

প্রয়াত উত্তরা বাওকর

Uttara Baokar: বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘এক দিন আচনক’-এ অধ্যাপকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তরা। সেই ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য উত্তরা জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

  • Share this:

পুণে: ৭৯-এ জীবনাবসান। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী উত্তরা বাওকর। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বহু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার পুণের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন উত্তরা। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল সেই শহরেই।

এক সময়ে বড়পর্দা, ছোটপর্দা, মঞ্চ, সবেতেই দাপিয়ে অভিনয় করেছেন উত্তরা। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে পাশ করার পর সেখানে অধ্যাপকের ভূমিকায় চাকরিও শুরু করেন তিনি।

আরও পড়ুন: রবীন্দ্রনৃত্য নয়, বাড়ছে হিন্দি গানে নাচের ঝোঁক, নেপথ্যে কি রিয়্যালিটি শো!

বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘এক দিন আচনক’-এ অধ্যাপকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তরা। সেই ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য উত্তরা জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া গোবিন্দ নিহালনির ‘তামস’ এবং ‘রুকমাবতী কি হাভেলি’, শ্যাম বেনেগলের ‘যাত্রা’য় তাঁর অভিনয় উচ্চপ্রশংসা পেয়েছিল।

আরও পড়ুন: সেটেই ফাটল বোমা! ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত

একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় জনপ্রিয়তাও পেয়েছিলেন উত্তরা। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘নাজারানা’, ‘কশমাকশ জিন্দেগি কি’, ‘যব লাভ হুয়া’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই নেহি’-র মতো জনপ্রিয় মেগাগুলি।

Published by:Teesta Barman
First published:

Tags: Uttara Baokar