বাংলা সিনেমায় বিরাট চমক, মুর্শিদাবাদের রণপা শিল্পীরা এবার বড় পর্দায়, জানেন কোন ছবিতে দেখা যাবে

Last Updated:

এবার বড় পর্দায় দেখা যাবে মুর্শিদাবাদ জেলার রায়বেঁশে রণপা শিল্পীদের। দেবের অভিনীত 'রঘুডাকাত' সিনেমাতে অভিনয় করছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন রায়বেঁশে রণপা শিল্পীরা।

+
রঘু

রঘু ডাকাতের সিনেমায় রায়বেঁশে শিল্পীরা

মুর্শিদাবাদ: শুধু মঞ্চ নয়, এবার বড় পর্দায় দেখা যাবে মুর্শিদাবাদ জেলার রায়বেঁশে রণপা শিল্পীদের। দেবের অভিনীত ‘রঘুডাকাত’ সিনেমাতে অভিনয় করছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন রায়বেঁশে রণপা শিল্পীরা। বাংলার রায়বেঁশেকে তুলে ধরা হয়েছে ডাকাতির সিনেমাতে। যার মুখ্য ভুমিকায় আছেন চলচ্চিত্র অভিনেতা দেব।
ঊনবিংশ শতাব্দীর বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক দুর্ধর্ষ বীর — রঘু ডাকাত। ইতিহাস আর প্রায় অমরত্বের মাত্রা পাওয়া নানান শ্রুতি কথার মাঝে এই কিংবদন্তিকে বড়পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি। নাম ভূমিকায় দেব। দুর্গাপুজোর সময় রিলিজ হবে ‘রঘু ডাকাত’। দর্শকদের অন্য রকমের সিনেমা দিতেই মুলত এই সিনেমা নির্দেশনা ও পরিচালনা করা হয়েছে। আর দেবের ডাকে সাড়া দিতেই মুর্শিদাবাদ থেকে সোজা টলিউডে পা রেখেছেন রণপা শিল্পীরা।
advertisement
advertisement
ইতিমধ্যেই ১ মিনিট ৩২ সেকেন্ডের ‘রঘু ডাকাত’-এর এই প্রি-টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। দর্শকদের মতে, বর্তমান সময়ে সমসমায়িক বাকি সব ছবির থেকে একেবারে আলাদা। কলকাতা স্টুডিও পাড়া ছাড়াও পূর্ব বর্ধমানে সিনেমার শুটিং করেছেন দেব। ভাঙা জমিদার বাড়ি, ঘন শাল-পিয়ালের জঙ্গল, আদিবাসী গ্রাম এবং লালমাটির পুকুর এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে, যা চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করছে।
advertisement
বাংলার অন্যতম বিগ বাজেট ছবি ‘রঘু ডাকাত’ এর শ্যুটিং , যেখানে প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব। আর সেই সিনেমাতে সহকারী অভিনেতা হিসেবে আছেন মুর্শিদাবাদ জেলার বড়ঞার রায়বেঁশে বাসুদেব ভল্লা, রাজু ভল্লার মতো কলাকুশলীরা। রায়বেঁশে বা রণপা শিল্পী বাসুদেব ভল্লা জানিয়েছেন, ‘আমরা খুবই খুশি। দেবের সঙ্গে অভিনয় করতে পেরে। বাংলার বিগ বাজেটের ছবিতে অংশগ্রহণে আমাদের কাছে এক নতুনত্ব’।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলা সিনেমায় বিরাট চমক, মুর্শিদাবাদের রণপা শিল্পীরা এবার বড় পর্দায়, জানেন কোন ছবিতে দেখা যাবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement