Mirnal Sen Biopic: ‘তুমি ভাল আছো? আমি ভাল নেই’, মৃণাল সেনের পুরনো লেখা বায়োপিক ঘোষণার পর ভাইরাল

Last Updated:

Mirnal Sen Biopic: ২০১৯ সালের ২১ জানুয়ারি এই পোস্টটি করেছিলেন কুণাল৷ তার আগের বছরই, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল৷

মৃণাল সেনের চিঠির এই অংশটি পোস্ট করেছিলেন পুত্র কুণাল সেন
মৃণাল সেনের চিঠির এই অংশটি পোস্ট করেছিলেন পুত্র কুণাল সেন
কলকাতা: সম্প্রতি মৃণাল সেনের জীবন নিয়ে বায়োপিকের ঘোষণা করা হয়েছে৷ ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়৷ প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুকও৷ সেখানে দেখা যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করছেন মৃণাল সেনের ভূমিকায়৷ তার লুক ইতিমধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছে৷ সেই কারণেই অনেকদিন আগে মৃণাল পুত্রের একটি পোস্ট ফের ফিরে এসেছে ফেসবুকে৷ সেখানে অবশ্য শেষ জীবনের যন্ত্রণার কথা লিখছেন মৃণাল৷
কী লেখা হয়েছে সেই পোস্টে, কী আছে সেই পোস্টে! কুণাল একটি পোস্ট করেছিলেন, সেখানে কাঁপাকাঁপা হাতে মৃণালের লেখা একটি চিঠির ছবি পোস্ট করেছেন তিনি৷ কী লেখা আছে সেই চিঠিতে, ‘তুমি ভাল আছো? আমি ভাল নেই’৷ এই মারাত্মক কথা কাকে লিখেছিলেন মৃণাল? পোস্টে সেই বিষয়ে লিখেছিলেন কুণাল৷
আরও পড়ুন :  করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
তিনি লিখেছিলেন, ‘বাবা মারা যাবার পর তাঁর টেবিল ঘাঁটতে গিয়ে একটা খাতা নজরে এলো. এক লাইন লেখা. কবে লিখেছিলেন তা সঠিক জানা নেই, তবে শেষ কয়েক মাসের মধ্যেই হবে. একটা লাইন --
advertisement
advertisement
"তুমি ভালো আছো? আমি ভালো নেই"
কেন লিখেছিলেন? কার উদ্দেশে লেখা? এসব আমরা কোনো দিন জানবোনা. শুধু এটাই জানবো যে মানুষের শেষ জীবনটা বড় ভয়ঙ্কর. একজন মানুষ যিনি সারা জীবনটা কাটিয়েছেন ব্যস্ততার মধ্যে, বন্ধুদের মধ্যে, তাঁর শেষ জীবনটা কেটেছে একাকিত্বে, অসহায়তায়৷’
advertisement
২০১৯ সালের ২১ জানুয়ারি এই পোস্টটি করেছিলেন কুণাল৷ তার আগের বছরই, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল৷ সেই ঘটনার এক মাসের মধ্যেই কুণাল এই ছবিটি শেয়ার করেন ফেসবুকে৷
উদ্বেল জনতা নাগরিক কণ্ঠ মৃণালের এই বার্তাতেও যেন সমাজ বাস্তবতার চিহ্ন খুঁজে পান৷ তাঁর এই বার্তা নতুন করে ফিরে এসেছে বায়োপিক ঘোষণার পর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mirnal Sen Biopic: ‘তুমি ভাল আছো? আমি ভাল নেই’, মৃণাল সেনের পুরনো লেখা বায়োপিক ঘোষণার পর ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement