করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের

Last Updated:

Coronavirus affected Lalit Modi: ক্যাপশনে ললিত জানিয়েছেন শুধু কোভিডই নয়, তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত

গত বছর জুলাই মাসে ললিত মোদি সকলকে বিস্মিত করে জানান তিনি সুস্মিতা সেনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে আছেন
গত বছর জুলাই মাসে ললিত মোদি সকলকে বিস্মিত করে জানান তিনি সুস্মিতা সেনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে আছেন
মুম্বই : আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি আক্রান্ত করোনা ভাইরাসে৷ বর্তমানে তাঁকে সারা ক্ষণই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে৷ শুক্রবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি শেয়ার করেন ললিত৷ সেখানে দেখা যায় তিনি হাসপাতালের শয্যায় শুয়ে আছেন৷ একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি অক্সিজেনের মাত্রা পরীক্ষা করছেন৷
ক্যাপশনে ললিত জানিয়েছেন শুধু কোভিডই নয়, তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত৷ তিনি এও জানান তিন সপ্তাহ নিভৃতবাসে থাকার পর এয়ারলিফ্ট করে মেক্সিকো থেকে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়৷ ললিতের কথায়, ‘‘দু’ সপ্তাহে ডাবল কোভিড, ইনফ্লুয়েঞ্জা ও ডিপ ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হওয়ার পর আমি তিন সপ্তাহ নিভৃতবাসে থাকি৷ তার পর একাধিকবার বেরনোর চেষ্টা করেছি৷ এর পর এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনে আসি৷ সঙ্গে ছিলেন দুজন চিকিৎসক৷’’
advertisement
আরও পড়ুন :  খিটখিটে হয়ে গিয়েছিলাম, অনুষ্কার সঙ্গেই বেশি খারাপ ব্যবহার করতাম, বিস্ফোরক কোহলি!
এই প্রসঙ্গে তাঁর ছেলের ভূমিকারও প্রশংসা করেন ললিত৷ যাত্রা মসৃণই ছিল৷ তবে এখনও যে সারা ক্ষণ অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য লিখেছেন ললিত মোদি৷ তাঁর অসুস্থতার খবর জানানোর পর কমেন্ট বক্সে ললিত মোদিকে দ্রুত আরোগ্যের শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা সেনের ভাই৷
advertisement
advertisement
আরও পড়ুন : 'অদ্ভুত লাগছে', মৃণাল সেন-এর বায়োপিক 'পদাতিক'-এ চরিত্রদের লুক সামনে আসতে প্রতিক্রিয়া মৃণাল-পুত্র কুণালের
গত বছর জুলাই মাসে ললিত মোদি সকলকে বিস্মিত করে জানান তিনি সুস্মিতা সেনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে আছেন৷ সে সময় ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি দিয়ে ললিত মোদি প্রাক্তন বিশ্বসুন্দরীকে তাঁর ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন৷ পরে অবশ্য আরও একটা পোস্টে ললিত স্পষ্ট করে দেন তাঁরা প্রেমের সম্পর্কে আছেন৷ কিন্তু এখনও বিয়ে করেননি৷
advertisement
এর পরই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সুস্মিতা৷ তাঁকে ‘গোল্ড ডিগার’-এর তকমা দেওয়া হয়৷ উত্তরে চুপ করে থাকেননি বঙ্গতনয়াও৷ তিনিও নেটিজেনদের সপাটে ‘হীন’ এবং ‘অবোধ’ বলে চিহ্নিত করেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement