Virat-Anushka: খিটখিটে হয়ে গিয়েছিলাম, অনুষ্কার সঙ্গেই বেশি খারাপ ব্যবহার করতাম, বিস্ফোরক কোহলি!
- Published by:Teesta Barman
Last Updated:
সম্প্রতি ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, যখন ক্রিকেট পেশায় তাঁর খারাপ সময় যাচ্ছিল, তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে খারাপ করেছেন৷
মুম্বই: বিরাট কোহলি। ক্রিকেট জগতের তারকা। তিন বছরেরও বেশি সময়, প্রায় ১ হাজার ২৫ দিন সেঞ্চুরি পাননি কোহলি। স্বাভাবিক ভাবেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। কোহলি বারবার এ কথা জানিয়েছেন সর্বসমক্ষে, তাঁর স্ত্রী সবসময়ে তাঁর পাশে থাকেন। কিন্তু সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে জানা গেল সংসারের কথা।
কোহলির পেশার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও মানুষের উৎসাহের অন্ত নেই। বিরাট-পত্নী, বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাঁদের একমাত্র কন্যা ভামিকার খুঁটিনাটি জানতে মরিয়া ভক্তমহল। কিন্তু তারকা দম্পতি তাঁদের ব্যক্তিগত পরিসর নিয়ে খুবই সচেতন। তবে এই প্রথম ব্যক্তি জীবন, সংসার, দাম্পত্য নিয়ে মুখ খুললেন খোদ বিরাট।
সম্প্রতি ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, যখন ক্রিকেট পেশায় তাঁর খারাপ সময় যাচ্ছিল, তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে খারাপ করেছেন৷
advertisement
advertisement
কিন্তু কেন এমন মন্তব্য করেন বিরাট? সূর্যকুমার তাঁকে প্রশ্ন করেন, গত দু'বছর ধরে মাঠে রান করা নিয়ে যে খামতি দেখা গিয়েছিল, সেই সময়ে নিজেকে সামলেছিলেন কীভাবে?
advertisement
বিরাট জানান, তাঁর সেই কঠিন সময়ে তিনি মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রমাগত খারাপ ব্যবহার করছিলেন পরিবারের সকলের সঙ্গে। খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল। বিশেষ করে স্ত্রী অনুষ্কার উপর তার প্রভাব সবথেকে বেশি পড়েছিল।
advertisement
বিরাটের কথায়, "যখন কেউ নিয়মিত ক্রিকেট খেলার মধ্যে যাপন করছে, প্রতিদিন ভাল স্কোর করা, মানুষের প্রত্যাশায় জল না ঢালার চেষ্টা, আসলেই খুব কঠিন। যখনই সে ভাল খেলতে পারছে না, মান পড়ে যাচ্ছে, তখনই সমস্যার শুরু।"
advertisement
বিরাট বললেন, "আমার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছিল। সকলে যেভাবে আমাকে দেখতে চাইছেন, আমি নিজেও যেভাবে খেলতে চাইছি, কিন্তু ক্রিকেট আমাকে সেটা করতে দিচ্ছে না। ফলে ধীরে ধীরে দেখলাম, আমার খেলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। তখনই বুঝলাম, আমি আসলে যে প্রকৃতির মানুষ, তার থেকে অনেকটা দূরে থাকতে পারব না। নয়তো এভাবেই অবসাদ জাঁকিয়ে বসবে আমার মধ্যে। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। নিজের ব্যক্তিগত পরিসরে ভীষণ বিরক্তি প্রকাশ করে ফেলছি। সেটা বেশি করে হচ্ছিল তাঁদের উপর, যাঁরা আমার খুব কাছের, যেমন অনুষ্কা এবং পরিবারের অন্যরা। যাঁরা আমার পাশে রয়েছেন, তাঁদের সঙ্গে এটা করা উচিত নয়। তার পরেই নিজের দায়িত্বগুলি নিয়ে ভাবতে বসলাম।"
advertisement
এ কথা তো সকলেরই জানা, যখনই বিরাট ভাল খেলতে পারতেন না, ভক্তরা তাঁর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাতেন। কিন্তু বিরাটের পেশাজীবনে অনুষ্কার অবদান কম নয়। বিরাট মাঠে, অনুষ্কা দূরে থেকেও তাঁর পাশে থেকেছেন চিরকাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 14, 2023 12:01 PM IST