হোম /খবর /বিনোদন /
ধাতব করসেট-স্কার্ট পরে কেমন লাগল, একই সঙ্গে যন্ত্রণা ও আনন্দ মনামীর

Monami Ghosh: ধাতব করসেট-স্কার্ট পরে কেমন লাগল, একই সঙ্গে যন্ত্রণা ও আনন্দ মনামীর

বিনোদনের এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় ওই ধাতব করসেট পরেছিলেন মনামী

বিনোদনের এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় ওই ধাতব করসেট পরেছিলেন মনামী

Monami Ghosh: অভিনয়ের পাশাপাশি হালফ্যাশনের পোশাকেও শিরোনামে থাকেন মনামী ঘোষ। সম্প্রতি অভিনেত্রীর ধাতব পোশাক বহু চর্চিত ও বহু আলোচিত।

  • Share this:

কলকাতা : অভিনয়ের পাশাপাশি হালফ্যাশনের পোশাকেও শিরোনামে থাকেন মনামী ঘোষ। সম্প্রতি অভিনেত্রীর ধাতব পোশাক বহু চর্চিত ও বহু আলোচিত। বিনোদনের এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় ওই ধাতব করসেট পরেছিলেন মনামী। সঙ্গে ছিল ধাতব স্কার্ট। ধূসর করসেট টপের সঙ্গে ছিল সিক্যুইন বসানো স্কার্ট। তাঁর এই অদ্ভুতদর্শন পোশাক দেখে বিস্ময়ে হতবাক অনুরাগীরা। এই সাহসী পদক্ষেপের জন্য কুর্নিশ ও শুভেচ্ছা ছাড়াও এসেছে চরম সমালোচনা। অনেকেরই কটাক্ষ, মনামীই টালিগঞ্জের উরফি জাভেদ। অর্থা‍ত তিনি উরফির বঙ্গ সংস্করণ! বলতে চান নেটিজেনদের একাংশ।

কিন্তু বরাবরের মতো এ বারও ট্রোলিং উড়িয়ে দিয়েছেন মনামী। অভিনব এই পোশাক পরার অভিজ্ঞতা কেমন, জানিয়েছেন সেটাও। সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে মনামী একটি রিল শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই পোশাক তাঁকে পরানো হচ্ছে। সেই রিলেই মনামী জানান কেমন লাগছে তার ওই পোশাক পরে। বলেন পোশাকটি পরার প্রক্রিয়া যথেষ্ট অসহনীয় ও অস্বাচ্ছন্দ্যকর।

আরও পড়ুন :  জলভরা উঠোনে হৈ হৈ করে মাছ ধরা থেকে চিলেকোঠায় পুতুলখেলা, স্মৃতিতে ডুবে অপরাজিতা আঢ্য ঘুরে দেখালেন তাঁর শৈশবের বাড়ি

কিন্তু পরার পর সেই অস্বাচ্ছন্দ্য অতটা থাকে না বলেই তাঁর মত। বিশেষ করে পোশাকের উর্ধ্বাংশের ক্ষেত্রে অতটা অস্বাচ্ছন্দ্য ভাব থাকে না। তবে স্কার্টের ক্ষেত্রে বিষয়টি অত সহজ নয়। সেক্ষেত্রে অস্বাচ্ছন্দ্য থাকে। ধাতব স্কার্ট থেকে কেটে যাওয়ার আশঙ্কাও থাকে। শুধু তাঁর নিজের শরীর নয়। কেটে যেতে পারে তার পার্শ্ববর্তী লোকজনের অঙ্গও। এমনকি, তাঁর নিজেরও শরীরে কিছু অংশ কেটে যায়।

View this post on Instagram

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আরও পড়ুন :  রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের

তবে ডিজাইনার নীল সাহার তৈরি এত অন্য রকমের পোশাক পরে তিনি খুশি। মনামী জানালেন, তিনিই প্রথম দেশে এই ধরনের পোশাক পরলেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় মনামীর প্রেফাইলে নানারকম পোশাকের সমাহার। সেখানে কোথাও তিনি বিকিনিতে জলকন্যা। আবার কোথাও উদ্দীপ্ত মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায়। মনামী বার বার প্রমাণ করেছেন সব রকমের পোশাকেই তাঁর অনায়াসগতি। সেই তালিকায় যোগ হল এই ধাতব পোশাক।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Monami Ghosh