কলকাতা : শূন্য থেকে শুরু করে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন অপরাজিতা আঢ্য। বাংলা বিনোদন জগতে আজ তিনি উজ্জ্বল নিজস্ব ঘরানায়। স্বমহিমায় বিরাজমান হয়ে দেখিয়ে দিয়েছেন তিনি সত্যি অপরাজিতা। শেখেননি হারতে। কিন্তু নিজের শিকড়ের প্রতি টান কোনওদিন উপেক্ষা করেননি। যেখানে কাটিয়েছেন শৈশব, ফেলে আসা সেই বাড়ির প্রতি এখনও তাঁর মনের টান ফিকে হয়নি। ঘরে ঘরে জি বাংলা শো-এ তিনি হাজির হন সকলের বাড়িতে, এ বার অপরাজিতা নিজেই ঘুরে ঘুরে দেখালেন তাঁর ছোটবেলার বাড়ি। নিজেও ডুব দিলেন শৈশবের স্মৃতিতে। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
২৬ বছরেরও বেশি সময় হল অপরাজিতা চলে গিয়েছেন এই বাড়ি ছেড়ে। এখনও সেখানে পা রাখলে মনে পড়ে যায় উঠোনে মাছ ধরার স্মৃতি। বর্ষায় বাড়ির পাশের পুকুর ছাপিয়ে জল ঢুকত তাঁদের সাবেক বাড়িতে। জলের তোড়ে আসত মাছের দলও। ভাইবোন মিলে তার পর জলভরা উঠোনে হৈ হৈ করে মাছ ধরা চলত। উঠোন পেরিয়ে কিছু দূর গিয়েই আছে অপরাজিতার মায়ের ছোট্ট সাজানো বাগান।
ভিডিও-এ অপরাজিতা নিজেই বলেছেন হয়তো অনুরাগীরা এই বাড়ির সঙ্গে তাঁকে মেলাতে পারবেন না। কিন্তু এটাই তাঁর বাড়ি, তাঁর পরিচয়। ঝাঁ চকচকে নয়, পলেস্তারা খসে পড়া এই সাবেক বাড়িই তাঁর মনের দোসর। যেটা ভালবাসার গোলকধাঁধাঁ। ভাল থাকার ভুলভুলাইয়া। যেখানে আছে ঘরের মধ্যে ঘর। আর ঘর পেরিয়ে অন্দরমহলের এক ঘরে পাতা আছে আরাধ্য দেবতার আসন। চিরকালের অভ্যাসমতো সেখানে প্রণাম করতেও ভুলে যাননি অভিনেত্রী।
আরও পড়ুন : ২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মা
পুরনো অভ্যাস, পুরনো চেনা মুখের সঙ্গে আড্ডার মাঝেই পায়ে পায়ে চলে গেলেন চিলেকোঠায়। সেখানে কোনও ভিনেদশি তারা এসে একতারা না বাজালেও হাজির লক্ষ্মীকাকিমা সুপারস্টারের মেয়েবেলার স্মৃতি। টাইমমেশিনে ফিরে গেলেন কয়েক দশক পেরিয়ে, যখন চিলেকোঠায় ছিল তাঁর পুতুলের সংসার। ওখানে বসেই খেলতেন পুতুল।
আজ সেই মেয়েবেলা নেই, হারিয়ে গিয়েছে খেলার পুতুল। লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততায় তবু উঁকি দিয়ে যায় ফেলে আসা শৈশব, জানালার খড়খড়ি আর প্রশস্ত ছাদ। যেখানে চলত ফুলগাছের মাঝে বসত জমজমাট পারিবারিক আড্ডার আসর। এই সেই আস্তানা, যার সামনে দাঁড়িয়ে বুক ভরা ভালবাসা নিয়ে বলা যায়, 'এটা আমাদের বাড়ি'।
( ভিডিও সৌজন্য - জিত ন্যাশনাল ফ্যান ক্লাব পেজ থেকে)নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aparajita Auddy, Tollywood