হাতে ৫০ টি লালগোলাপ, প্রেম নিবেদনে হাউ হাউ করে কেঁদেছিলেন মোনালি ঠাকুর !

Last Updated:

এবার মোনালি খুল্লামখুল্লা ফ্যানদের শেয়ার করলেন কীভাবে মাইক তাঁকে প্রোপোজ করেছিল !

#মুম্বই: কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউডের গায়িকা মোনালি ঠাকুর প্রকাশ্যে জানিয়ে ছিলেন ২০১৭ সালেই প্রেমিক মাইককে বিয়ে করেছেন তিনি ৷ আর এবার মোনালি খুল্লামখুল্লা ফ্যানদের শেয়ার করলেন কীভাবে মাইক তাঁকে প্রোপোজ করেছিল !
মোনালি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখলেন, ‘এখন তো সবাই জানে আমি বিবাহিত ৷ তাই এবার প্রোপোজের দিনের ছবি সবার সঙ্গে শেয়ার করলাম ৷ যেদিন মাইক আমাকে ৫০ টি লালগোলাপ নিয়ে প্রোপোজ করেছিল, আমি হাউ হাউ করে কেঁদে দিয়েছিলাম ৷ সেদিনটা ছিল ২০১৬-এর ক্রিসমাস ৷ যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, সেখানেই মাইক আমাকে প্রোপোজ করে....’
advertisement
লকডাউনে সুইজারল্যান্ডে বয়ফ্রেন্ড মাইকের সঙ্গেই ঘরবন্দি বলিউড গায়িকা মোনালি ঠাকুর ৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও পোস্ট করেন মোনালি৷ কখনও গান গেয়ে, কখনও এক্সারসাইজ ৷ সোশ্যাল মিডিয়ায় এভাবেই দারুণ অ্যাক্টিভ মোনালি ঠাকুর ৷
advertisement
তবে এবার শুধু গান নয়, বরং নিজের প্রেম কাহিনিকে যেন গানের মধ্যে দিয়ে তুলে ধরলেন মোনালি ৷ বরফ ঘেরা আল্পস পাহাড়ে শোনালেন প্রেমের গান ৷
advertisement
এর আগেও বয়ফ্রেন্ডকে নিয়ে বহু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মোনালি ৷ এমনকী, বেশ কিছু ভিডিও ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি ৷
লকডাউনে থেকে ইউটিউবে মোনালি ঠাকুর নিয়ে আসলেন তাঁর সিঙ্গলস ৷ যেখানে অভিনয় করলেন মোনালি ও তাঁর রিয়েল লাইফ বয়ফ্রেন্ড মাইক ৷
দেখুন মোনালির সেই পোস্ট---
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতে ৫০ টি লালগোলাপ, প্রেম নিবেদনে হাউ হাউ করে কেঁদেছিলেন মোনালি ঠাকুর !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement