Ileana D Cruz: 'ইনি'ই কি ইলিয়ানার সন্তানের বাবা? গভীর রাতে 'মিস্ট্রি ম্যান'-কে দেখে তোলপাড় নেটপাড়া

Last Updated:

Ileana D Cruz: সম্প্রতি ইলিয়ানা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন৷ যেখানে তার পোষ্যর সঙ্গে এক পুরুষকে দেখা গেছে৷ গভীর রাতে ইলিয়ানার বাড়িতে কে এই পুরুষ? তা নিয়েই চর্চা তুঙ্গে৷

মুম্বই: ‘সন্তানের বাবা কে?’ মা হওয়ার সুখবর শেয়ার করার পর থেকেই এই প্রশ্নের মুখেই বারেবারে পড়েছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে এখনও পর্যন্ত বাবার নাম প্রকাশ্যে আনেননি৷ সম্প্রতি ইলিয়ানা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন৷ যেখানে তার পোষ্যর সঙ্গে এক পুরুষকে দেখা গেছে৷ গভীর রাতে ইলিয়ানার বাড়িতে কে এই পুরুষ? তা নিয়েই চর্চা তুঙ্গে৷
পোষ্যর সঙ্গে খুনসুটির মুহূর্ত শেয়ার করলেও সেই মিস্ট্রি ম্যানের মুখ দেখাননি ইলিয়ানা৷ যার ফলেই সন্দেহ আরও বাড়তে শুরু করেছেন৷ তবে ইনিই কি ইলিয়ানার সন্তানের বাবা,উঠছে একাধিক প্রশ্ন৷ ইলিয়ানার এই মিস্ট্রি ম্যানটি কে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ পোষ্যকে আদরে ভরিয়ে দেওয়ার মুহূর্ত শেয়ার করে ভালবাসা প্রকাশ করেছেন৷ তবে অনুরাগীরাও দুইয়ে দুইয়ে চার করেছেন৷
advertisement
advertisement
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ এই মুহূর্তে প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী৷ প্রেগন্যান্সির প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নায়িকা৷মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। এদিকে ক্যাটের ভাইয়ের সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে ইলিয়ানার৷ তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D Cruz: 'ইনি'ই কি ইলিয়ানার সন্তানের বাবা? গভীর রাতে 'মিস্ট্রি ম্যান'-কে দেখে তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement